অনুব্রত কন্যা সুকন্যার খেয়াল রাখার পরামর্শ মমতার

নিউজ ডেস্ক: গরুপাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভপতির স্থায়ি ঠিকানা বর্তমানে দিল্লির তিহাড় জেল। স্বাভাবিকভাবেই বোলপুরের নিচুপট্টির বাড়িতে একাই রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। স্থানীয়দের দাবি, অনুব্রতর গ্রেফতার হওয়ার পর থেকেই কার্যত অন্তরালে দিন কাটাচ্ছেন সুকন্যা। এই অবস্থায় শুক্রবাবর কালীঘাটের বৈঠকে স্থানীয় নেতা-নেত্রীদের কেষ্টর বাড়ির দিকে নজর রাখার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর মেয়ের খেয়াল রাখার কথাও বলেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, কালীঘাটের বৈঠকে বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা বলেন, “কেষ্ট এখন জেলে রয়েছে। তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস। মেয়েটা একা আছে!” তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনুব্রতর কথা শোনা গিয়েছিল। নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূল সুপ্রিমো এ-ও বলেছিলেন, “কেষ্ট যখন জেল থেকে বেরোবে তখন ওকে বীরের সংবর্ধনা দেবে।”

অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরেই তাঁর এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে বেনামে বহু সম্পত্তির খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অনুব্রত কন্যা একজন স্কুল শিক্ষিকা হয়ে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন সেই নিয়ে শুরু হয় তদন্ত। কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখেও পড়তে হয় তাঁকে। তবে এখন অনুব্রত জেলবন্দী থাকায় একাই রয়েছেন সুকন্যা। সেই সুকন্যাকেই দেখে রাখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।