নিউজ ডেস্ক: রিষড়ার ঘটনায় উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দর থেকেই রিষড়ায় গিয়েছেন রাজ্যপাল। রিষড়ায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর তিনি বলেন, নিজেরা বাঁচুন এবং অপরকে বাঁচতে দিন।
রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখে চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর রিষড়ার ৪ নং রেলগেট এলাকা ঘুরে দেখেন তিনি। সেখান থেকে রিষড়া স্টেশনে গিয়ে স্টশন মাস্টারের সঙ্গেও তিনি কথা বলেছেন।
রিষড়ায় রাজ্য পালের সফর প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, রাজ্যপাল সেখানে যাচ্ছেন ভাল। তাঁর প্রশংসা করছি। উনি কড়া বার্তা দিয়েছেন। রাজ্যও কড়া পদক্ষেপ কড়ছে। বিজেপি উস্কানি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে রাজ্য সরকারের প্রচেষ্টায় সাহায্য করছেন না তাঁরা।
রিষড়ায় রাজ্যপালের সফর নিয়ে স্বাভাবিকভাবেই খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি। এই পরিস্থিতিতে উনি সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন।’’ সম্প্রতি রাজ্যে অশান্তির ঘটনায় রাজ্যপাল বোসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ‘‘গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনখড়ের মতো ভূমিকা ওঁর মধ্যে এখনও দেখিনি।’’ এর পর মঙ্গলবার রিষড়ায় রাজ্যপালের সফর নিয়ে সন্তোষ প্রকাশ করলেন সুকান্ত।
Leave a Reply