রবিবার সাতসকালেই খাকি পোশাকে জঙ্গল সাফারিতে মোদি

নিউজ ডেস্ক: কেন্দ্রের প্রজেক্ট টাইগার কর্মসূচির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাঘের সংখ্যার সাম্প্রতিক পরিসংখ্যান প্রকাশ করবেন তিনি। তাই রবিবার সকালেই চেনা পোশাকের বাইরে দেখা গেল প্রাধামন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন সকালবেলা বন্দিপুর টাইগার রিজার্ভে গেলেন তিনি।

এদিন তিনি জিপে করে বন্দিপুর থেকে মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হাতি ক্যাম্প পরিদর্শন করবেন। এখানেই অস্কার বিজয়ী ডকুমেন্টারি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর শ্যুটিং হয়েছিল। জানা গেছে ডকুমেন্টারিতে দেখানো অনাথ হাতি রঘু এবং তাদের দেখভাল করা দম্পতি বোম্যান এবং বেলির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।
সামনেই কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে একাধিক প্রকল্পের রূপায়নের জন্য সেখানে গিয়েছেন মোদী। তবে দিনের রাজনৈতিক কর্মসূচির শুরুর আগে রবিবার প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য জঙ্গল সফর উপভোগ করলেন।