পঞ্চায়েত ভোটের আগে আরও বাড়ছে কুড়মি আন্দোলনের ঝাঁঝ, অস্বস্তিতে শাসক দল

নিউজ ডেস্ক: রবিবার পঞ্চম দিনে পড়ল আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধ। এদিনই সকাল থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়ালো আন্দোলনকারীরা। এদিন সকালেই জাতীয় সড়ক ও রেল লাইন ধরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। গত কয়েকদিনের আন্দোলনের জেরে রীতিমতো স্তব্ধ রাজ্যের পশ্চিমাঞ্চল।

সংগঠনের যুব রাজ্য সম্পাদকের কথায়, ‘শনিবার দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু পুরুলিয়ার আলোচনা ফলপ্রসূ হয়নি। প্রশাসন চাইছে আন্দোলন তুলে আলোচনায় বসতে। কিন্তু সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগে আমাদের দাবি মেনে কাজ হবে তারপর আন্দোলন উঠবে।’

এই অবস্থায় কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি করেছেন পিংলার তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর। তিনি বলেছেন, ‘কিছু কিছু কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের হয়ে গান গাইছেন।’ এর পাশাপাশি কুড়মি নেতা অজিত মাহাত, রাজেশ মাহাতকে সরাসরি ভোটে লড়ার চ্যালেঞ্জও দিয়েছেন।

ইতিমধ্যেই ১২০ ঘন্টা অতিক্রম করেছে কুড়মি সমাজের এই আন্দোলন। রীতিমতো টালমাটাল অবস্থা পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে। এরমধ্যেই অজিত মাইতি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি ভাইদের জন্য সমস্ত রকমের সামাজিক উন্নয়ন করেছে। তবে তফসিল তালিকাভুক্ত করার জন্য সাংবিধানিক ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে পাস করে কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন বলেও দাবি করেন তিনি। এরপরই হঠাৎ তিনি বলেন, ‘আন্দোলনকারীরা অন্য দলের হয়ে গান গাইছেন। ওঁদের এই আন্দোলন রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনও প্রভাব ফেলবে না।’

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *