সাত বছরের রেকর্ড ভেঙে এপ্রিলেই তাপমাত্র ছুঁল ৩৭ ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক: ভাঙল ৭ বছরের রেকর্ড ভাঙল এপ্রিলের আবহাওয়া। ২০১৬ সালের পর উষ্ণতম এপ্রিলের সাক্ষী থাকতে চলেছেন রাজ্যবাসী। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আরও চড়ল তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গত কয়েকদিনের তুলনায় রবিবার কলকাতার পারদ আরও চড়বে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী বা ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

ইতিমধ্যেই বাঁকুড়া, মুর্শিদাবাদ, বোলপুর, আসানসোলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৫ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও, সমগ্র উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে।