নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে প্রতিদিন একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা-গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে রাজ্য শাসক দলের একাধিক নেতার। সম্প্রতি মালদহ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিলিতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ক্যাগ তদন্তের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, প্রয়জনে সিবিআইকে দিয়ে তদন্ত হবে। তারপরেই বুধবার মিডডে মিলে ১০০ কোটির দুর্নীতির অভিযোগ আনল কেন্দ্র।
কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ করছিল রাজ্য। এবার রাজ্যের বিরুদ্ধে মিডডে মিলে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলল নরেন্দ্র মোদির সরকার। অভিযোগ, মিডডে মিলের টাকা নয়ছয় করেছে রাজ্য।
কেন্দ্রীয় সরকারের রিপোর্ট দাবি করা হয়েছে, মিডডে মিলের যা খরচ তা অনেকটা বাড়িয়ে দেখিয়েছে রাজ্য সরকার। এই রিপোর্টে দাবি করা হয়েছে, প্রস্তাবের থেকে ১৬ কোটি মিডডে মিল কম দিয়ে ১০০ কোটি টাকা বেশি খরচ দেখিয়েছে রাজ্য সরকার। এই বিষয় খতিয়ে দেখার জন্য রিভিউ মিশন গঠন করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই মিশনের রিপোর্ট অনুযায়ী, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে স্থানীয় প্রশাসন মিড ডে মিল খাতে যা ব্যয় করেছে, তার চেয়ে অনেকটা বেশি দেখিয়েছে। অভিযোগ, ভাত-ডাল এবং সবজি রান্নার ক্ষেত্রে ৭০ শতাংশ কম খরচ করা হয়েছে এবং ওই প্রকল্পের টাকা অন্যান্য নানা খাতে ব্যবহার করা হয়েছে। এমনকী মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।
Leave a Reply