২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি ৩৫ আসন পেলে পঁচিশেই মমতার সরকার পড়ে যাওয়ার ভবিষ্যৎবাণী অমিতের

নিউজ ডেস্ক: “আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে। বাংলা থেকে আমাদের ৩৫টি আসন দিন।” বীরভূমের সিউড়ির সভা থেকে শুক্রবার বঙ্গ বিজেপিকে টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি আরও বলেন, লোকসভায় বাংলা থেকে বিজেপি যদি ৩৫ আসন পায়, তাহলে ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার অনেক আগেই মমতার সরকার পড়ে যাবে।”

অনেক আগেই অমিত শাহ দাবি করেছেন, ২০২৪ সালেও তিনশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। সিউড়ির সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও একবার মোদিকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানিয়ে বললেন, “দেশকে সুরক্ষিত এবং সমৃদ্ধ করতে হলে ফের মোদিজিকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বাংলা থেকে পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করতে হলে বিজেপিকে ৩৫টি আসন দিন।”

শাহর বক্তব্য, “২০২১ বিধানসভা নির্বাচনে বাংলা থেকে ৭৭টি আসন পাইয়ে দিয়ে আপনারা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। এবার যেটুকু কাজ বাকি আছে সেটা বাংলা থেকে ৩৫ আসন পাইয়ে দিয়ে সম্পূর্ণ করুন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি ৩৫ আসন বিজেপি পায়, তাহলে ২০২৫ সালের মধ্যে মমতার সরকার পড়ে যাবে। আমি তো বলব ২০২৫ সাল পর্যন্তও টিকবে না।”

শাহের এই বক্তব্য, বঙ্গ বিজেপিকে চাঙ্গা করবে কিনা সেটা সময় বলবে। কিন্তু এই টার্গেট পূরণ করা বিজেপির পক্ষে যে বেশ কঠিন, তা নিয়ে সংশয় নেই। এই মুহূর্তে বিজেপির লোকসভা সাংসদ সংখ্যা ১৬। সেখানে থেকে ৩৫-এ যেতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে গেরুয়া শিবিরকে।

শাহর এই দাবিকে অবশ্য সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন,”২০২১ সালেও বাংলা থেকে উনি ২০০ আসন পাওয়ার দাবি করেছিলেন, তারপর কী হয়েছে সবাই জানে। ৩৫ কেন শূন্য থেকে শুরু করতে হবে। ১টা আসন পেতে এবার মাথার ঘাম পায়ে ফেলতে হবে।” কুণালের পাল্টা প্রশ্ন, “উনি বলছেন, ২০২৫ সালের মধ্যে সরকার পড়ে যাবে, তাহলে কি সরকারের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হচ্ছে?”