নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে শনিবারই বিভাস অধিকারীর বাড়ি ও আশ্রমে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঠিক তার পরেরদিনই ফের বিভাস অধিকারীকে তলব করল সিবিআই।
সূত্রের খবর, বাড়ি ও আশ্রম থেকে পাওয়া নথির ভিত্তিতেই এদিন জেরা করা হবে অভিযুক্তকে। যদিও বিভাস অধিকারী জানিয়েছেন, তিনি নোটিস পাননি।
নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে সিবিআই ও ইডির স্ক্যানারে নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী। আগে তাঁর কলকাতার একটি ফ্ল্যাট সিল করে দিয়েছিলেন ইডি আধিকারীরা। পরবর্তীতে অনুমতি নিয়ে সিল ভেঙে ঘরে ঢোকেন বিভাস। এর মধ্যেই শনিবার সকাল থেকে বিভাসের নলহাটির বাড়ি এবং কলকাতার বউবাজারের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের দল হানা দেয় বিভাসের আশ্রমেও। দফায় দফায় জেরা করা হয় বিভাসকেও।
বিভাসকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, তল্লাশির পর বিভাসের পরিবারের সদস্যদের ব্যাংকের নথি-সহ একাধিক সামগ্রী নিয়ে যায় তদন্তকারীরা। সেইগুলি খতিয়ে দেখেই এদিন ফের বিভাসকে তলব করছে সিবিআই। আজ তাঁর বয়ান রেকর্ড করার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply