নিউজ ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টানা ১৫ ঘন্টা তল্লাসি ও জিজ্ঞাসাবাদের পর সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বক্তব্য বিকৃত করার অভিযোগ তুললেন তাপস সাহা। অভিমানী হয়ে তেহট্টের বিধায়ক জানিয়েছেন, তিনি আর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না। তাপস সাহা এদিন বলেন, সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে সংবাদ মধ্যমের সঙ্গে তিনি আর কথা বলবেন না। যা বলার দলের ঊর্ধ্বতন নেতৃত্ব বলবে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, কর্মী। তাঁদের সূত্র ধরেই উঠে এসেছে আরও কয়েকজন বিধায়কের নাম। সেভাবেই দুর্নীতি কাণ্ডে তেহট্টের তাপস সাহার নামও উঠে এসেছিল সিবিআইয়ের হাতে। গত সপ্তাহে তাঁর বাড়ি, অফিস দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠদের ডেরাতেও।
বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও সূত্রের খোঁজে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। যদিও তাপস সাহা কিংবা তাঁর ঘনিষ্ঠ কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করেনি সিবিআই। তাপস সাহা দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে সিবিআইও। কেন্দ্রীয় তদন্তকারীরা চলে যেতেই রান্নাবান্না করে জমিয়ে খাওয়াদাওয়া হয়েছিল বিধায়কের বাড়িতে। তা নিয়ে সাফাইও দেন তিনি। তবে এবার এসব নিয়ে সংবাদমাধ্যমে আর মুখ খুলতে চাইছেন না তেহট্টের তৃণমূল বিধায়ক।
Leave a Reply