বিশেষ রাজনৈতিক সংবাদদাতা : বঙ্গ বিজেপির ভগ্ন স্বাস্থ্যের হাল ফেরাতে দায়িত্ব পাওয়ার পর প্রথম বাংলা সফরেই বেহাল বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন তিনি। আর সেই দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথম কলকাতায় আসার কথা ছিল সুনীল বনসলের। তিনি আসছেন না। করোনায় আক্রান্ত বনসল। সোমবার দলের হেস্টিংস কার্যালয়ে রাজ্য ও জেলা নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল সুনীল বনসলের। কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। এ বিষয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, সুনীল বনসল করোনায় আক্রান্ত। তাই তিনি সোমবার কলকাতায় আসছেন না।
রাজনৈতিক মহলের কথায়, দলের স্বাস্থ্যের হাল ফেরাতে আসার প্রথম দিনেই বঙ্গ বিজেপির পর্যবেক্ষক নিজেই অসুস্থ হয়ে পড়লেন। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির স্বপ্নভঙ্গ হওয়ার পর রাজ্যে দেখা মেলেনি কৈলাশ বিজয়বর্গীয়র। একুশের ভোট যুদ্ধে কৈলাশ ছিলেন বঙ্গ বিজেপির প্রধান সেনাপতি। কৈলাশ ব্যর্থ হওয়ার পর তাঁকে সরিয়ে দিয়ে সদ্য বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল বনসলকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বনসলকে একইসঙ্গে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলেঙ্গানার দায়িত্বও দিয়েছেন। একুশের ভোটে বিপর্যস্ত হওয়ার পর বঙ্গ বিজেপি গোষ্ঠীকোন্দলে জর্জরিত। নিচুতলার সংগঠন কার্যত ভেঙে পড়েছে। এখন দেখার এই পরিস্থিতিতে বাংলায় বিজেপির হাল কতটা ফেরাতে পারেন একদা বাংলারই ভূমিপুত্র সুনীল বনসল।
Leave a Reply