নিউজ ডেস্ক: “এনআরসির জুজু দেখিয়ে মুসলিম সমাজকে বারবার মুরগি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। শুক্রবার বিকেলে কলকাতায় দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর চাল মুসলিমরা বুঝে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার প্ররোচনা সত্বেও মুসলিম এলাকায় আইন শৃঙ্খলা বজায় আছে।
এদিন সুকান্তবাবু বলেন, ‘মুসলিম ভোট তৃণমূল থেকে সরছে। সেজন্য এনআরসির জুজু দেখানো থেকে শুরু করে ববি হাকিমকে তেল দেওয়া আরও অনেক কিছু করছেন। আমার মনে হয় মুসলিম সমাজও বুঝে গেছে যে তাদেরকে বারবার মুরগি বানানো হচ্ছে। ভোটব্যাঙ্ক হিসাবে দেখা হচ্ছে। মানুষ হিসাবে দেখা হচ্ছে না। যেদিন এই সমাজ এটা বুঝতে পারবে সেদিন তাদের উন্নতি হবে ও মূলধারায় আসবে’।
সুকান্ত মজুমদারের আশ্বাস, ‘এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের এনআরসি লাগু করার কোনও পরিকল্পনা নেই। কেন্দ্রীয় সরকার এই ধরণের কোনও বিজ্ঞপ্তিও জারি করেনি। মুখ্যমন্ত্রী তাঁর হারিয়ে যাওয়া মুসলিম ভোটকে ফিরে পাওয়ার জন্য মুসলিমদেরকে আরেকবার ভীত সন্ত্রস্ত করতে চাইছেন। এবং চাইছেন যে গতবার সিএএ-র মতো আবার একটা পরিবেশ তৈরির চেষ্টা করছেন। আমি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে ধন্যবাদ দেব, তারা এখনো মুখ্যমন্ত্রীর এই উসকানিমূলক কথাবার্তার ফাঁদে পা দেননি’।
Leave a Reply