প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ ভারতের

নিউজ ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। এবার নৌবাহিনীর রণতরীগুলিকে আরও শক্তিশালী করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে। এবার নতুন প্রজন্মের প্রযুক্তিবিদদের সহযোগিতায় শুরু হল নতুন প্রকল্প ‘গেইনস’।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুবজ শক্তির উপর গুরুত্ব বাড়াচ্ছে কেন্দ্রীয় যুদ্ধজাহাজ কারখানা গার্ডেনরিচ শিপবিল্ডার্স। তার জন‌্যই এবার নতুন প্রজন্মের প্রযুক্তিবিদদের সহযোগিতায় নতুন প্রকল্প ‘গেইনস’ শুরু কলকাতার এই যুদ্ধজাহাজ কারখানা জিআরএসই-র। সোমবার জিআরএসই-র দপ্তরে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভারচুয়াল পদ্ধতিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। যেভাবে জিআরএসই ‘স্টার্টআপ’দের অংশীদার হিসাবে সক্রিয় ভূমিকা পালন করছে, তার প্রশংসা করেন মন্ত্রী।

জিআরএসই-র চেয়ারম‌্যান ও ম‌্যানেজিং ডিরেক্টর কমোডর পি আর হরি জানান, এই রাজ্যের নতুন প্রজন্মের প্রযুক্তিবিদদের উৎসাহ জোগাতে জিআরএসই যোগাযোগ করছে খড়গপুর আইআইটি, যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ের সঙ্গে। উদ্ভাবনী শক্তি রয়েছে, এমন একশোরও বেশি প্রযুক্তিবিদ এগিয়ে এসেছেন। জিআরএসই-র পক্ষে তাঁদের বলা হচ্ছে দেশীয় পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, পুনর্নবীকরণ বা সুবজ শক্তি, শক্তির দক্ষতাকে আরও বেশি কাজে লাগিয়ে যুদ্ধজাহাজকে উন্নত করার পরিকল্পনা করতে।

এই বিষয়টিকে অনেকটা প্রতিযোগিতার আকার দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে তাঁরা যুদ্ধজাহাজ ও তার কারখানা সম্পর্কে ধারণা পাওয়ার পর প্রকল্প জমা দেবেন। দ্বিতীয় পর্যায়ে চার বা পাঁচজনের প্রকল্প বেছে নিয়ে এগানো হবে। প্রকল্পগুলিতে কোনও ভুলভ্রান্তি রয়েছে কি না, অথবা থাকলেও কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে আলোচনাও হবে। চূড়ান্ত বাছাইয়ের পর ওই প্রকল্পগুলি কিনে নেবে জিআরএসই। প্রকল্পের কাজ চলাকালীন প্রযুক্তিবিদদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে রাজ‌্য সরকারের জন‌্য ব‌্যাটারিচালিত সবুজ জলযান তৈরির উদ্যোগ নিয়েছে জিআরএসই।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *