নিউজ ডেস্ক: করোনা মহামারী থামলেও ভাইরাস এত সহজে নির্মূল হবে না। বরং আগামী দিনেও বিশ্বে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হবে করোনাভাইরাসে, এমনটাই পূর্বাভাস দিলেন ভাইরাস বিশেষজ্ঞরা।
মিসৌরির ক্লিনিকাল এপিডেমোলজি সেন্টারের ডিরেক্টর ভাইরোলজিস্ট জিয়াদ অল-আলি বলেছেন, অতি মহামারী বা প্যানডেমিক পর্যায় হয়ত শেষ হবে, কিন্তু ভাইরাস এত সহজে নির্মূল হবে না।
বিজ্ঞানী বলছেন, এই কোভিড-১৯ স্মল পক্সের মতো কোনও রোগ নয় যে, এক বার প্রতিষেধকেই সম্পূর্ণ নির্মূল করা যাবে। বরং এই ভাইরাস চিরকালের জন্য কোনও না-কোনও ভাবে থেকে যাওয়ার জন্য এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইসাসও বলেছেন, আরও ভয়ঙ্কর মহামারীর মুখে পড়তে পারে বিশ্ব। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ভ্যারিয়ান্ট হল করোনা এক্সবিবি প্রজাতির জিনগতভাবে পরিবর্তিত রূপ। এই প্রজাতিকে ওমিক্রনের এক্সবিবি উপরূপেরই নিকট আত্মীয় বলা যেতে পারে। ওমিক্রনের BA.2.10.1 এবং BA.2.75 উপপ্রজাতির সঙ্গে এর অনেক মিল আছে। বিশেষজ্ঞদের অনুমান, ওই দুই উপপ্রজাতি বদলে গিয়েই এই নয়া রূপ তৈরি করেছে।
Leave a Reply