পঞ্চায়েত ভোটের আগে বোলপুরের কোর কমিটি ও জেলা কমিটির বৈঠকে ফিরহাদ

নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে বোলপুরে কোর কমিটি ও জেলা কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পর্যবেক্ষক হিসাবে ওই বৈঠকে যোগ দেন তিনি। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন ফিরহাদ হাকিম।

পঞ্চায়েত ভোটের আগে দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলা মিত্রকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দু’জনকে আহ্বায়ক করে ১৩ জনের ব্লক কমিটি গঠন করা হয়। সিউড়ি পুরসভার উন্নয়ন প্রসঙ্গে আগামী ৩০ মে সিউড়িতে কাউন্সিলরদের নিয়ে সাংসদ শতাব্দী রায় ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বৈঠকে বসবেন। আগামী ৩০ মে থেকে পরপর পাঁচদিন আগামী পঞ্চায়েতের জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতির প্রার্থী নিয়ে ব্লকে ব্লকে প্রার্থীদের নাম নিয়ে চুড়ান্ত বিবেচনা করা হবে। সেই তালিকা রাজ্যস্তরে পাঠানো হবে। ৬ জুন জেলায় জেলায় ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রায় কর্মীদের ভোটের ফলাফলের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। তারপরেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে রাজ্য তৃণমূল।