নিউজ ডেস্ক: পার্থর চাঁদা নেবে না দল। কমে গেল বেতনও। এবার একুশ হাজারেই সন্তুষ্ট থাকতে হবে তাঁকে। বেতন ছাড়াও একজন বিধায়ক, বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে প্রায় ৬০ হাজার টাকা পেতেন। বেতন এবং সমস্ত ভাতা মিলিয়ে যা দাঁড়াত প্রায় ৮২ হাজার টাকার মতো।
কিন্তু পার্থ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাই দলের পক্ষ থেকে বিধানসভার সমস্ত কমিটি থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে দলের চাঁদা হিসেবে পার্থর থেকে আর টাকা নেবে না তৃণমূল। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে চাঁদার অর্থ না কাটার নির্দেশ দেওয়া হয়েছে।
এসএসসি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব আগেই গেছে। তারপর দলের সমস্ত পদও খুইয়েছেন তিনি। এবার তাঁকে বিধানসভার সমস্ত কমিটি থেকেও সরিয়ে দেওয়া হল।
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর বিধায়কদের পার্টি তহবিলে চাঁদার পরিমাণ এক হাজার থেকে বাড়িয়ে দুহাজার টাকা করা হয়।
সেই অনুযায়ী, পার্থের অ্যাকাউন্ট থেকেও দুহাজার টাকা করে চাঁদা নেওয়া হতো। এবার সেই টাকা নেওয়া বন্ধ করছে দল।
এরপরেই রাজনৈতিক মহল মনে করছে দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে পার্থ সঙ্গে আরও দূরত্ব বাড়াচ্ছে দল। তবে পার্থ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, তাঁকে দলে ফেরার সুযোগ দেবে। তারপরেই তাঁর থেকে চাঁদা নেওয়ার কথা ভাববে বলে, সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল।
Leave a Reply