SAFF Championship, IND vs PAK

SAFF Championship, IND vs PAK: জয় দিয়ে শুরু ভারতের! সুনীলের হ্যাট্রিকে সাফ পাকিস্তান

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: পাকিস্তান বধ করে ভারত। সাফ কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল ভারতীয় দল। বেঙ্গালুরুর কান্তি রাভা স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দী পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করল তারা।

সদ্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। টুর্নামেন্টে কোনও গোল খায়নি। ফাইনালে লেবাননের মতো শক্তিশালী দলকে হারানো। সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ভারতীয় দল। লেবাননের বিরুদ্ধে ফাইনাল থেকে একাদশে বেশ কিছু পরিবর্তন করেছিলেন। রক্ষণে অভিজ্ঞ প্রীতম কোটাল, সুভাশিস বসু খেলেন শুরু থেকেই। গোলে অমরিন্দর সিং। যদিও খুব বেশি কসরৎ করতে হয়নি তাঁদের। পাকিস্তান সেই অর্থে কোনও গোলের সুযোগই তৈরি করতে পারেনি।

ম্যাচের ১০ মিনিটের মাথায় পাকিস্তান গোলকিপার সাকিব হানিফ সতীর্থকে পাস দিতে গিয়ে ফসকান। সুনীল ছেত্রী কাছেই ছিলেন। সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেননি তিনি। এগিয়ে যায় ভারত। ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি পায় ভারত। বক্সের মধ্যে অনিরুদ্ধ থাপার শট ইচ্ছাকৃত হ্যান্ডবল পাকিস্তান মিডফিল্ডার মহম্মদ মুসাক খানের। পেনাল্টি থেকে ২-০ করেন সুনীল ছেত্রী। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ২২৮৬০। হাউসফুল গ্যালারির গর্জন ক্রমশ বাড়তে থাকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে অনবদ্য গতিতে গোলের দিকে অগ্রসর ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে বক্সের মধ্যে তাঁকে ধাক্কা মারেন মহম্মদ সুফিয়া। পেনাল্টি দিতে ভুল করেননি নেপালের রেফারি প্রজ্জ্বল ছেত্রী। পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

তবু এখানেই থেমে যায়নি ব্লু টাইগার্সরা। ম্যাচের ৮০ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান উদান্ত সিং। ডিফেন্স থেকে আনোয়ার আলির লম্বা পাস। পাকিস্তান বক্সের বাইরে বল রিসিভ করেন উদান্ত। পাকিস্তান রক্ষণ ভাগ তাঁকে অফসাইডের ফাঁদে ফেলতে চেয়েছিল। যদিও সেই ফাঁদ কাটিয়ে অনবদ্য গোল করে পাকিস্তানকেই ফাঁদে ফেলেন উদান্ত।

ভারত ৪ (সুনীল-৩, উদান্ত) পাকিস্তান ০