নিউজ ডেস্ক: শহরে হানা দিচ্ছে ‘সিরিয়াল কিলার’। শহরের ব্যস্ততার মধ্যে মিশে রয়েছে সে। সেই ব্যস্ততার আড়ালেই নির্বাচিত সরকারের ‘খুন’ করাই এর কাজ। দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনে এমনই চাঞ্চল্যকর কথা বলে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিজেপির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কেজরিওয়াল বলেন,”আস্থাভোট হোক। দেখা যাবে, এক জন বিধায়কও আমাদের ছেড়ে যাননি।’’
এদিকে, সংখ্যাগরিষ্ঠতার প্রমানে সোমবারেই আস্থাভোট হবে, আপ সূত্রে জানা যাচ্ছে।
অধিবেশনে কেজরিওয়াল বলেন,”বিজেপি এর আগে বহু সরকার ফেলেছে। এ বার তাদের টার্গেট দিল্লি। ভারতে একটা ‘সিরিয়াল কিলার’ সরকার আছে। যার কাজ অন্য সরকারের খুন করা। সব রাজ্যেই এক নিয়ম!’’
দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন,”বিগত কয়েক বছরে বিজেপি ২৭৭ জন বিধায়ককে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিনেছে।”
‘অপারেশন লোটাস’ নিয়ে আলোচনা করতে দিল্লিতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে আম আদমি পার্টি। তাদের সোজা-সাপ্টা অভিযোগ, ৪০ জন আপ বিধায়ক কিনে নিয়ে দিল্লিতে সরকার ফেলার পরিকল্পনায় মত্ত রয়েছে বিজেপি। এর জন্য ৮০০ কোটি টাকা নিয়ে ময়দানে নেমেছে মোদী-শাহের গেরুয়া শিবির।
বিজেপির বিপুল অর্থনীতির কারণ দেখিয়ে কেজরিওয়াল দাবি করেছেন, নোটবন্দি-জিএসটি-মুদ্রাস্ফীতি! দেশের সাধারণ মানুষকে কোনঠাসা করে তাদের টাকায় বিধায়ক কেনা-বেচা করেছে বিজেপি। আর বাদবাকি অর্থ দিয়ে বিজেপির কোটিপতি ব্যাবসায়ী বন্ধুদের ঋণ শোধ করা হয়।
Leave a Reply