উত্তর-পূর্ব ভারত জুড়ে শুধুই গণ ধর্ষণ! রাস্তা আটকে বিক্ষোভে মহিলারা!

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: অশান্ত হয়ে রয়েছে মণিপুর। গণ ধর্ষণের যে নির্মম চিত্র বারবার ফুটে উঠছে উত্তর-পূর্ব রাজ্য জুড়ে, তা চোখে জল আনার সঙ্গে সঙ্গে প্রতিদিন, প্রতিনিয়ত অশান্ত করে তুলছে মণিপুরকে। শনিবার নতুন করে আবারও মাথা চারা দিল অশান্তি। রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মহিলারা।

মণিপুরের রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় মহিলারা দেখাচ্ছেন বিক্ষোভ। সেখানে যান চলাচলের ব্যস্ত রাস্তা আটকে শনিবার সকাল থেকেই মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও সেই সকল মহিলার সঙ্গে ছিলেন কিছু পুরুষ। কিন্তু এই বিক্ষভে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ছিল মেয়েরাই। হাতে বড় ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা।

মূলত, দুই মহিলাকে গণ ধর্ষণ করে যেভাবে রাস্তা দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই এই বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার মহিলারা। সূত্রের খবর, বিক্ষোভ দেখাতে দেখাতে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। সেনা জওয়ানদেরও সেখানে পাঠানো হয়। তবে, আরএসএস বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখতে থাকেন মহিলারা।

গত মে মাস থেকেই, জাতিগত ভেদাভেদ নিয়ে সংঘর্ষে মণিপুর। কুকি এবং মেইতেই জাতির মধ্যে সম্প্রতি সংঘর্ষ বেঁধেছিল। মেইতেইরা তফসিলি জাতিভুক্ত বলে, তাদের মারধর, নির্যাতন করা হতে থাকে। সেই সংঘর্ষেরই শিকার দুই মহিলা। গণ ধর্ষণ করে তাদেরকে রাস্তা দিয়ে নগ্ন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়াও মণিপুর সহ উত্তর-পূর্ব রাজ্যের বহু জায়গা সাক্ষী থেকেছে গণ ধর্ষণের। যার প্রতিবাদেই ইম্ফলের ঘড়ি এলাকার রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।