মোবাইলের চার্জে সমস্যা? ফুরোচ্ছে তাড়াতাড়ি? ফোন গরম হচ্ছে? এই ভুলগুলি করছেন না তো?

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: মোবাইল ফোনের চার্জ সংক্রান্ত সমস্যার অভিযোগের পাহাড়। ফোন নতুন অবস্থায় যত ভালো চার্জ হয়, পুরনো হয়ে গেলে তা হয়না কেন? চার্জে দেওয়া অবস্থায় ফোন অত্যধিক বেশি গরম হচ্ছে কেন? ৮০ শতাংশ চার্জ হলেই স্লো চার্জ হচ্ছে কেন? এত তাড়াতাড়ি ব্যাটারি ফুরোচ্ছে কীভাবে? এই সব নানা রকম প্রশ্ন ঘুরতে থাকে মাথায়।

এই প্রতিবেদনে জানাবো এসব প্রশ্ন থেকে মুক্তি পাওয়ার উপায়। অনেকেই ফোন ব্যবহার করছেন বহু যুগ হল, কেউবা ছোট থেকেই। তবে, ফোনের চার্জ সংক্রান্ত বা চার্জার সংক্রান্ত এই ভুল গুলি করছেন না তো? সতর্ক হোন আজই।

প্রথমত, ফোনের আসল চার্জার ব্যাবহার করুন। এক একবার এক একরকম চার্জার ব্যবহার করবেন না।

দুই, বারবার চার্জ দেওয়ার অভ্যেস থাকলে বর্জন করুন। ফোন একবার চার্জ দিন। তারপর চার্জ ২০ শতাংশের নীচে নামলে, চার্জে বসান পুনরায়। তার মাঝে, চার্জ অল্প ফুরোলেই চার্জ দেবেন না।

তিন, সারারাত ফোন চার্জে দিয়ে রাখার অভ্যেস ত্যাগ করুন। আজকাল স্মার্ট ফোন বেশিরভাগ সবই ঘণ্টা দুয়েকের মধ্যে চার্জ হয়ে যায়। ফুল চার্জ হলেই, চার্জ বন্ধ করে দিন। এতে ফোন ভালো থাকবে।

চার, ফোনে চার্জ দেওয়াকালীন ফোনে কথা, গেম খেলা ইত্যাদি কোনও কাজ করবেন না। এতে ব্যাটারির ওপর চাপ পড়ে ফোন গরম হতে থাকে। এগুলি মাথায় রাখুন। ফোনের চার্জ সংক্রান্ত সমস্যার অভিযোগ কমবে নিশ্চিত।

About Ahana Ghosh

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *