Jinping and Narendra modi

Arunachal Pradesh Row: অরুণাচল প্রদেশ নিয়ে ফের চীন-ভারতে বিবাদ

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশকে নিয়ে আবারও ভারত চীনের বিবাদ। নতুন মানচিত্র প্রকাশ করে অরুণাচলকে আবার নিজেদের দেশের অংশ বলে চিহ্নিত করল চীন। সোমবার মানচিত্র প্রকাশ করেছে চীন, যেখানে অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবী করে বেজিং। ২০২৩ সালে অরুণাচল প্রদেশ কে নিজেদের অংশ বলে দাবি করেছিলেন সি জিনপিং এর সরকার। আগেও ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে চীন। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছিন্ন অংশ ছিল এবং পরবর্তীকালেও তা থাকবে এ রকমই উক্তি ভারতের।

পূর্ব লাদাক সীমান্তের বিবাদকে ঘিরেও দুই দেশের মধ্যে বিবাদ লেগেই রয়েছে। এরই মধ্যে সম্প্রতি আফ্রিকার ব্রিকস সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদি ও সি জিন পিং এর সাক্ষাৎ ঘটে। সেই ঘরোয়া সাক্ষাৎ পর্বে লাদাখ সমস্যার মীমাংসায় দুই রাষ্ট্রপ্রধানই একমত হন। এমতাবস্থায় চীন প্রধান শি জিনপিং আবার অরুণাচল প্রদেশকে নিয়ে নতুন দাবি প্রকাশ করলেন।

চীনের এই নতুন মানচিত্রে অরুনাচলের পাশাপাশি রয়েছে অকসাই চীন, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান চীন। বরাবরই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে অভিহিত করেছেন বেজিং। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছে বলে দাবি করে, যদিও চীনের এই দাবি ভারত অস্বীকার করে প্রতিমুহূর্তে। চীনের তরফে মানচিত্রে অরুনাচল প্রদেশ সহ এই পরিবর্তন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ভারত।