FC Goa vs. Mohun Bagan

Durand Cup 2023: সেমিফাইনালে সামনে এফসি গোয়া! কতটা প্রস্তুত মোহনবাগান?

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কোয়ার্টার ফাইনালে মুম্বাই সিটিকে কুপোকাত করল মোহনবাগান। সেমিফাইনালে এবার মুখোমুখি হবে এফসি গোয়া এবং মোহনবাগান। নিজেদের প্রাক্তনীদের মোকাবিলা করবে মোহনবাগান। সেমিফাইনাল মোহনবাগান জিতলেই ফাইনালে ডার্বি। প্রথম ডার্বি হারার পর যে চাপ মোহনবাগানের উপর তৈরী হয়েছিল তা এএফসি এবং ডুরান্ডে জয়ের পর অনেকটাই কমেছে বলে ধারণা। ডার্বির সময় যে ঢিলা ঢালো ভাব মন বাগানের মধ্যে দেখা গিয়েছিল তাই এখন অনেকটাই কমেছে। হ্যামিলের চোট বাদে বাকি দল পুরোপুরি ফিট। ফ্যামিলির জায়গায় নিজেকে দারুন ভাবে মানিয়ে নিয়েছে হেক্টর ইউস্তে। এমতাবস্থাতেই এবার ডুরান্ড সেমিফাইনালে নামছে মোহনবাগান।

এফসি গোয়ার বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামার আগে মোহনবাগানের অধিকর্তা জানান, ‘মুম্বইয়ের মত এফসি গোয়াও যথেষ্ট শক্তিশালী দল। গতবারের দলের তুলনায় এবারের দল যথেষ্ট শক্তিশালী এবং উচ্চভাবাপন্ন, তাদের নতুন কোচের অধীনে খেলবে নোয়া সাদুই, বরিস, উদানতা, সন্দেশ, কার্ল ম্যাকহিউযের মত তারকারা। এমন দলের বিরুদ্ধে বাড়তি সতর্ক থাকতেই হবে। এবার প্রাক মরশুম প্রস্তুতি ঠিকঠাক হয়নি। নিজেদের পিক ফর্মে পৌঁছনোর জন্য আরও কিছু ম্যাচ খেলতে হবে।’ তিনি আরও জানান মোহনবাগানের উন্নতির অবকাশ যথেষ্ট দৃশ্যমান তবে তার সঙ্গে তিনি এও জানান ‘মুম্বইকে হারিয়েছি বলে গোয়াকেও হারাতে পারব, এমন আত্মতুষ্টিতে আমরা ভুগছি না। আত্মবিশ্বাসী তবে আত্মতুষ্ট নই। তবে রণকৌশল অনুযায়ী খেলতে পারলে গোয়াকে হারানো সম্ভব। গোয়াও ফাইনালে ওঠার জন্য ঝাঁপাবে। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। নির্ধারিত সময়ের পরে প্রতিটি মুহুর্তই গুরুত্বপূর্ণ।’

ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুত মোহনবাগানের জেসন কমিন্সও। অন্যদিকে অজি গোলমেশিন বলেছেন ‘এফসি গোয়ার কোনও খেলা এখনও দেখিনি। তাই ওরা কতটা শক্তিশালী সেই বিষয়ে কোনও ধারণা নেই। গোল করা আমার কাজ। এখানে গোল করলেও এখনও নিজের সেরাটা দিতে পারিনি।’