Asia Cup 2023, IND vs PAK

Asia Cup 2023, IND vs PAK: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ? এশিয়া কাপে মহারণ কখন, কোথায়, কীভাবে দেখবেন? জানুন

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ২ সেপ্টেম্বর, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। ভারত বনাম পাকিস্তান শনিবাসরীয় মেগা ম্যাচের অপেক্ষায় মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। ২০২২ সালে এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম সাক্ষাতে জিতেছিল ভারত। এরপর সুপার ফোরে পাকিস্তান হারায় ভারতকে। যদিও সেই হারকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার শিবির। সাত বার এশিয়া কাপ জয়ের রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। অন্যদিকে পাকিস্তান এই টুর্নামেন্টে মাত্র ২ বার জিতেছে। এ বারের এশিয়া কাপে কী হবে, এখন সেটাই দেখার।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সারা দিনই গড়ে ১১ মাইল প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। সর্বোচ্চ গতি হতে পারে ৩২ ঘণ্টা প্রতি মাইল। তাপমাত্রা থাকতে পারে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে গড়ে ৮৫ শতাংশ।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কবে হবে?

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি আগামিকাল শনিবার (২ সেপ্টেম্বর) হবে।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় হবে?

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।