করিনা সাইফ আলী খানকে বিয়ে করার চার বছরের মাথায় অর্থাৎ ২০১৬ সালে অন্তঃসত্তা হন। গর্ভবতী হয়ে নিজের কাজকে তিনি কমিয়ে নয় বরং সেই সময় চুটিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তিনি এখন বলিউড ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক। তবে সেইফ কারিনা প্রথম ছেলে তৈমুরের জন্মের পর থেকেই বারে বারেই পড়েছেন বিতর্কে।
তৈমুরের নামকরণ করার পর থেকে হিন্দুরা রীতিমতো চটে গিয়েছেন। তাদের বক্তব্য তৈমুর লঙ্গের মতন অত্যাচারী নৃপতির নাম রাখা উচিত হয়নি করিনার। সেই সমালোচনার হাত থেকে রেহাই পায়নি ছোট্ট তৈমুরও। এত বছর পর এসে করিনা জানালেন কিভাবে তিনি সেই সমালোচনার মোকাবিলা করেছিলেন।
করিনা জানিয়েছিলে এই দেশে বাক স্বাধীনতার সকলেরই সমান অধিকার আছে। তাই সে ক্ষেত্রেই সাইফের ছোটবেলার এক বন্ধু ছিল তৈমুর তাই সে চেয়েছিল তার ছেলে হলে সে এই তৈমুর নামটাই রাখবে। আর সেইফ জানিয়েছেন তৈমুর কথার অর্থ হলো লোহা ২২ পাতা এর সাথে কোন অত্যাচারীর নাম নেই।
Leave a Reply