সবাই বলেছিল কিচ্ছু করতে পারবে না জীবনে, ইসরোর আগে ভারতের প্রথম সুপার কম্পিউটার কিনেছিলেন এই ব্যক্তি! আজ কয়েকশো কোটির মালিক তিনি

বিশ্বের একমাত্র সংস্থার যা প্রতি তিন বছর পর ২০ শতাংশ করে লাভ বৃদ্ধি করে। পৃথিবীতে এই কোম্পানির মতন সাফল্য আর কোথাও লাভ করতে পারেনি। আর এই কোম্পানিরই মালিক একজন ভারতীয়।

এই ভারতের নাম হলো চম্পকলাল চোসকি। ১৯৭০ সালে তিনি ৮ কোটি টাকা খরচ করে সুপার কম্পিউটার কিনেছিলেন তার ব্যবসার কাজে।

তারপর থেকে সেই কম্পিউটারই কোটি কোটি টাকা এনে দিয়েছে তার কোম্পানিতে। ১৯৭০ সালে সুপার কম্পিউটার কেনা অত সহজ ছিল না। তিনি হলেন এশিয়ান পেইন্টস এর মালিক প্রতি তিন বছর অন্তর তিনি তার ব্যবসা দ্বিগুণ করে বাড়িয়েছিলেন।