ইউ এন লাইভ নিউজ ডেস্ক: পুজোর আর মাত্র কিছু দিন বাকি আর তার মধ্যেই সামনে এল নতুন খবর। পুজোর পরেই দ্বিতীয় হুগলি সেতু আংশিক বন্ধ করা হবে। মেরামতির জন্য বিদ্যাসাগর সেতুর ওপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। ফলে বিশাল যানজটের আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, ১ নভেম্বর থেকে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে সেতুর দু’দিকের পাইলনের সঙ্গে যুক্ত কেবল মেরামতির কাজ হবে। সেগুলি পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। সেইসময় সেতুর দু’পাশের দুটি লেন বন্ধ রাখা হবে। বাস ও সেতু গাড়ি চলাচল করলেও পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)। তাদের পর্যবেক্ষণে ফ্রান্সের একটি সংস্থা ওই কাজ করবে বলে ঠিক হয়েছে। ইতিমধ্যেই ওই সেতুর যান নিয়ন্ত্রণ নিয়ে সরকারের শীর্ষ স্তরে একাধিক বৈঠক হয়েছে। তারপরই মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, এই কাজ শেষ হয়ে মাস ছয় লেগে যাবে। ফলে ট্রাফিকের ওপর চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যখন সেতু আংশিক বন্ধ করা হবে, তখন বেশ কিছু গাড়ি অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে অন্যান্য রাস্তায় যানজট বাড়ার আশঙ্কা করছেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্তারা। ওই সময়ে যান চলাচল স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে।
নভেম্বর মাসেই কালীপুজো ও ছটপুজো রয়েছে। এছাড়াও ইডেনে বিশ্বকাপের ম্যাচ রয়েছে। কালীপুজোর বিসর্জন ও ছটপুজোর সময় কলকাতার অনেক রাস্তার যান নিয়ন্ত্রণ করা হয়। অনেক গাড়িই সেসময় দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হয়ে থাকে। তাই এইসময় দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে বাড়তি চাপ সৃষ্টি হবে।
Leave a Reply