Kharge

Mallikarjun Kharge: ক্ষমতায় এলেই চালু হয়ে যাবে মহিলা সংরক্ষণ আইন, এমনই আশা দেখাচ্ছে খাড়্গে

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কংগ্রেস ক্ষমতায় এলে সংসদে, বিধানসভায় মহিলা সংরক্ষণ চালু করে দেবে। জনগণনার জন্য অপেক্ষা করবে না। এছাড়া মহিলা সংরক্ষণে ওবিসি কোটাও চালু করবে কংগ্রেস। সেই সঙ্গে চাকরি, শিক্ষায় ওবিসি কোটা বৃদ্ধি করা হবে। সোমবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রারম্ভিক ভাষণে একথা জানান দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। খাড়্গে বলেন, এসবই পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা এবং লোকসভার নির্বাচনে কংগ্রেস প্রতিশ্রুতি দেবে। এখন থেকেই এ বিষয়ে দলকে প্রচারে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন কংগ্রেস সভাপতি।

তিনি বলেন, মহিলা সংরক্ষণ এবং কাস্ট সেন্সাস নিয়ে বিজেপি বিপাকে পড়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন। পাল্টা প্রচারে কংগ্রেসকে প্রকত সত্য তুলে ধরতে হবে। পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট সোমবার দুপুরেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পাঁচ রাজ্যের ভোটের কৌশল নিয়েও কথা হবে। বৈঠকে কথা হবে পাঁচ রাজ্যে আম আদমি পার্টির সঙ্গে নির্বাচনী বোঝাপড়া নিয়েও। কাস্ট সেন্সাস নিয়ে দলের উদয়পুর কনক্লেভ এবং গত মাসে হায়দরাবাদে ওয়ার্কিং কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয় কংগ্রেস ক্ষমতায় এলে গোটা দেশে কাস্ট সেন্সাস করাবে।

রাহুল গান্ধী স্লোগান তুলেছেন, ‘জিতনি আবাদি উতনা হক।’ এই স্লোগান নিয়ে রাহুলকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাতে কংগ্রেস খুশি। কিন্তু দলের অন্দরেই এই নিয়ে প্রশ্ন, সংশয় আছে। সোমবারের বৈঠকে খাড়্গে সেই সংশয় দূর করার চেষ্টা করেন। তিনি বলেন, গরিব মানুষকে যদি ন্যায্য সরকারি সুবিধা দিতে হয় তাহলে কাস্ট সেন্সাস জরুরি। দলকে এই কথা দেশবাসীকে বোঝাতে হবে। তাতেই বিজেপি বিপাকে পড়বে। খাড়্গে ইঙ্গিত দেন, কাস্ট সেন্সাসই ইন্ডিয়া জোটের অন্যতম ইস্যু হচে চলেছে। প্রবীণ কংগ্রেস সভাপতি জানেন, এই বিষয়ে দলকে পথে নামাতে বেগ পেতে হবে। কারণ, অতীতের তুলনায় কংগ্রেসের অবস্থান সম্পূর্ণ বদল ঘটতে চলেছে। তাই ভোট শিয়রে থাকায় সিনিয়র নেতাদের দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে এখনই কাস্ট সেন্সাস নিয়ে পথে নামার পরামর্শ দেন তিনি।