ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও কাটেনি। এর মাঝেই নতুন নেতা বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। তবে টানা দশ ম্যাচ জয়ের হাসি উধাও হয়ে গিয়েছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। এ বার টি-টোয়েন্টি সিরিজ।
আর এরই মাঝে বিশ্বকাপের ফাইনালের চার দিনের মধ্যেই ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া। আগামি ২৩ নভেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজে বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা মিটিয়ে নেওযার সুযোগ থাকবে মেন ইন ব্লু-দের কাছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণায় বড় চমক দিল বিসিসিআই।
১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সদ্য সমাপ্ত বিশ্বকাপে যেই সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে এত প্রশ্ন উঠেছে, তাকেই অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে। বিশ্বকাপের দল থেকে মোট ৩ জন ক্রিকেটার রয়েছে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে। সূর্যকুমার যাদব ছাড়া অপর দুই ক্রিকেটার হলেন ঈশান কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণা। বাংলা থেকে দলে রয়েছেন মুকেশ কুমার ও কেকেআরের রিঙ্কু সিং রয়েছে স্কোয়াডে। যদিও শেষ দুই ম্যাচে সহ অধিনায়ক হিসাবে দলে যোগ দেবেন শ্রেয়স আইয়ার, এমনটাই জানিয়েছে বিসিসিআই।
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং মুকেশ কুমার
Leave a Reply