ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অপরাজিত দৌড় থামল ভারতের। এ বছর দুর্দান্ত ফুটবল খেলেছেন সুনীল ছেত্রীরা। ঘরের মাঠে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। যদিও বিদেশে পারফরম্যান্স ভালো ছিল না। ঘরের মাঠে ১৫ ম্যাচ অপরাজিত ছিল ভারত। অপরাজিত তকমা ধরে রাখা গেল না। বিশ্বকাপের বাছাই পর্বে মঙ্গলবার (২১ নভেম্বর) অ্যাওয়ে ম্যাচে কুয়েতকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। অ্যাওয়ে ম্যাচে কুয়েতের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসী ছিল ব্লু টাইগার্স। যদিও ঘরের মাঠে শক্তিশালী কাতারের বিরুদ্ধে পেরে উঠল না ভারত। বিশ্বকাপ খেলা কাতারের কাছে ০-৩ ব্য়বধানে হেরে গেলেন সুনীল বাহিনী।
টিম ইন্ডিয়ার ডিফেন্স নিজেদের আড় ভাঙতে না ভাঙতেই ৪ মিনিটে কাতারের হয়ে প্রথম গোলটি করলেন মুস্তাফা মিশাল। বক্সের মধ্যেই ছিলেন মুস্তাফা। ভারতের রক্ষণভাগ ঠিকঠাক বল ক্লিয়ার না করতে পারার কারণেই বিপক্ষের জালে তিনি বল জড়িয়ে দেন। ম্যাচের ৩১ মিনিটে তিনি আবারও একটি গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু, একেবারে শেষমুহূর্তে অমরিন্দর ডাইভ না দিলে এই ম্যাচের ফলাফল আলাদা হতেই পারত। ম্যাচের ৩৬ মিনিটে আপুইয়া সমতা ফেরানোর একটা সুযোগ পেয়েছিলেন বটে। কিন্তু, সেটা তিনি কাজে লাগাতে পারেননি।
প্রথমার্ধের পর বিরতিতে আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘প্রথমার্ধে প্রতিপক্ষকে প্রচুর জায়গা দিয়েছে ভারত। সেটাই কমাতে হবে।’ যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল খায় ভারত। সেখানেই কার্যত ম্যাচের ভবিষ্যৎ পরিষ্কার হয়ে যায়। পরিবর্ত হিসেবে নামা ইউসুফ আবদুরিসাগ নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে তৃতীয় গোলটি করেন।
Leave a Reply