India vs South Africa

India vs South Africa: দেড়দিনে ৩০ বছরের বদলা! কেপটাউন টেস্টে ৭ উইকেটে প্রোটিয়া বধ ভারতের

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: গত তিরিশ বছরে সাতটি সিরিজ। এর মধ্যে কোনও সিরিজই জেতেনি ভারত। কখনও একটা ম্যাচও জেতেনি দক্ষিণ আফ্রিকার দুর্গ কেপটাউনে। এ বার সেখানে জিতে ইতিহাস ভারতের। অস্ট্রেলিয়ার মাটিতে যেমন ব্রিসবেন দুর্গ ভেঙেছিল তরুণ ভারত। কেপটাউনে তরুণ-অভিজ্ঞতার মিশেলে দেড় দিনেই জয়। সেঞ্চুরিয়নে হারের বদলা কেপটাউনে নিল টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ম্যাচ জিতে ২ ম্যাচে সিরিজ ১-১ সমতায় শেষ করল ভারতীয় দল। বোলারদের দাপটে সহজেই কেপটাউন টেস্ট জিতল রোহিত শর্মার দল।

প্রথম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৬২। ভারতের থেকে ৩৬ রান পিছিয়ে ছিল প্রোটিয়ারা। প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে একই কাজ করে দেখালেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় দিনে বুমরাহের দুরন্ত স্পেলে ল্যাজে গোবরে অবস্থা হয় দক্ষিণ আফ্রিকার। এডেন মার্করাম ১০৬ রানের ইনিংস না খেললে ফের লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দক্ষিণ আফ্রিকাকে।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে মধ্যাহ্নভোজের বিরতিও নেওয়া হয়। এরপর ভারতের রান তাড়া শুরু। প্রথম বলে পুল শট বাউন্ডারি যশস্বীর। পরের বলে স্লিপে ক্যাচ শর্ট পড়ে। তৃতীয় বলে বাউন্ডারি মেরে, পরের বলে সিঙ্গল। শুরুতেই মানসিকতা পরিষ্কার করে দেন যশস্বী জয়সওয়াল। ছোট রানের লক্ষ্য অনেক সময়ই সমস্যা তৈরি করে। তাই যত দ্রুত সম্ভব লক্ষ্যে পৌঁছনোয় নজর ছিল। ৩ উইকেটে হারিয়ে মাত্র ১২ ওভারেই জয়র লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ২৮ রান করেন জসস্বী জয়সওয়াল। ভারতীয় দল জসস্বী, শুভমান গিল ও বিরাট কোহলির। ১৭ রান করে রোহিত শর্মা, ৪ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার।