Mamata Banerjee Sanhati Yatra: কালীঘাট,গুরু-দুয়ারার পর গির্জা-মসজিদ! রাম মন্দিরের উদ্বোধনের দিনেই সংহতি মিছিল মমতার

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: একদিকে রামমন্দির উদ্বোধন জুড়ে গোটা দেশের উত্তেজনা তুঙ্গে, অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল। দুপুর ২ টোয় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে মমতার এই মিছিল। উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। নেতৃত্ব দেবেন খোদ তৃণমূল সুপ্রিমো। সঙ্গে থাকবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? জেনে নিন।

সব ধর্ম, সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিতেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঘাসফুল শিবির। যদিও, এই মিছিলটি রাজনৈতিক কর্মসূচি বলে আখ্যা দিতে নারাজ শাসক শিবির। যে কারণে মিছিলে কোনওরকম রাজনৈতিক স্লোগান, বার্তা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

তৃণমূল সূত্রে খবর, আজ কালীঘাট থেকে বেলা তিনটে নাগাদ বেরবেন মুখ্যমন্ত্রী। প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর হাজরা মোড়ে আসবেন তিনি। সেখানে মিছিলে যোগ দেবেন। এরপর হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। পথে হাজরা ল কলেজের সামনে থেকে স্কুটিতে চড়ে তিনি যাবেন গুরু দুয়ারায়। সেখানে চাদর চড়াবেন তিনি। এরপর পার্ক-সার্কাসের একটি গির্জায় ফুল দেবেন মমতা। তারপর লেডি ব্রেবোর্ন কলেজের পাশে একটি মসজিদে প্রার্থনা করবেন। এরপর সংহতি সভায় যোগদান করবেন।

প্রসঙ্গত, এর আগে মমতা বলেছেন, তিনি রাম-মন্দিরের উদ্বোধন নিয়ে কিছুই বলবেন না। তিনি বলেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমি সর্বধর্ম সমন্বয়ের মিছিল করছি। সেখানে থাকবেন সমস্ত ধর্মের মানুষ। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে হবে আমাদের কর্মসূচি।”

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *