ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে অযোধ্যার অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করতে বাধা দেওয়ার অভিযোগ। এরপর স্ক্রিনিংয়ের পক্ষের পড়ুয়ারা গ্রিন জোনে একত্রিত হয়ে বসে পড়ে। দিতে থাকেন রাম-রাম স্লোগান। উল্টো দিক থেকে এগিয়ে আসেন বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা। তাঁদের মুখে ‘ইনকিলাব স্লোগান’। ক্যাম্পাসের ভিতরেই কার্যত ধস্তাধস্তি বেধে যায়। অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য অমিতাভ দত্ত। মাথা ফেটেছে সিকিউরিটি হেড মুকুল চন্দ্র দাসের। গেটের বাইরে মোতায়েন করা হয় পুলিশ।
জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে গান্ধিভবনের সামনে দেখানো হচ্ছিল রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান । অভিযোগ, সেই সময় গান্ধিভবনের সামনে জোর হন একদল পড়ুয়া । তখন তাঁদের বাধা দিতে আসে কর্তৃপক্ষ । সেই সময় তাঁরা বিশ্বিবদ্যালয়ের গ্রিনজোনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একে অপরের হাত ধরে বসে পড়েন তাঁরা। তার সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে তাঁরা। ঠিক তখনই অপরপ্রান্ত থেকে একদল বাম ছাত্র সংগঠন এসে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন। অভিযোগ, দুপক্ষের মারামারি চলে। সহ উপাচার্য অমিতাভ দত্ত বাধা দিতে গেল অভিযোগ মার খেতে হয় তাঁকেও। যাঁরা স্ক্রিনিং করতে চেয়েছিল তাঁদের কার্যত মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বামপন্থী পড়ুয়ারদের বিরুদ্ধে।
গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছিল যে ক্যাম্পাসের ভিতরে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। আয়োজক হিসাবে লেখা ছিল, ‘JU Students’। আর এই পোস্ট ভাইরাল হতেই ধীরে-ধীরে চাপানোতর বাড়ছিল ক্য়াম্পাসে। তবে এসএফআই পরিষ্কার জানিয়েছিল, যাদবপুরের ভিতরে কোনও বিভাজনমূলক রাজনীতি তারা বরদাস্ত করবে না।
পরিস্থিতি সামাল দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিটি গেট ঘোরে কর্তৃপক্ষ৷ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে । তাই ফের যাতে এরূপ পরিস্থিতি তৈরি না হয়, তাই বিশ্ববিদ্যালয় চত্বর বারবার পরিদর্শন করছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এমনকি আজকের দিনে অন্যান্য ছাত্র সংগঠনগুলির যে সমস্ত অনুষ্ঠান ছিল, সেইগুলোও আজ বন্ধ রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
Leave a Reply