ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কৃষক আন্দোলনে উত্তেজনায় ফুটছে রাজধানী। পঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমান্তে বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশও তৎপর। বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার চণ্ডীগড়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও অর্জুন মুণ্ডার সঙ্গে কৃষক সংগঠনগুলির সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠকেও কোনও রফাসূত্র মেলেনি। তার প্রতিবাদে কৃষকদের দিল্লি চলো অভিযান শুরু হয়েছে। আড়াই হাজার ট্রাক্টর ট্রলি সহ ২০ হাজার কৃষক মঙ্গলবার সকাল ১০টায় পঞ্জাবের সাঙ্গরুর থেকে হরিয়ানা হয়ে দিল্লির দিকে যাত্রা শুরু করেছে।
কৃষকরা কোনও ভাবেই এমএসপি তথা নূন্যতম সহায়ক মূল্য নিয়ে আপস করতে প্রস্তুত নয়। তাঁদের দাবি, সরকার তাঁদের নিয়ে চিন্তিতই নয়। তাঁদের দাবি মানার কোনও পরিকল্পনাই নেই। বিক্ষোভকারীদের আটকাতে প্রশাসনও কোমর বেঁধে নেমে পড়েছে। এর আগেও কৃষক আন্দোলনের সময় সবচেয়ে উত্তপ্ত ছিল দিল্লির অদূরে অবস্থিত সিংঘু সীমান্ত। এবারও সেখানেই উত্তেজনা বেশি। যানবাহন চলাচল সকাল থেকে থমকে আছে। পাঞ্জাব থেকে আসা একাধিক কৃষক সংগঠনের নেতা ঘোষণা করেছেন তাঁরা ছয় মাসের রসদ নিয়ে এসেছেন। ফসলের ন্যূনতম দাম নিয়ে আইন করার দাবি সরকার না মানা পর্যন্ত তাঁরা সরবেন না।
২০২০র স্মৃতি উসকে ফের ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন কৃষকরা। মূলত তিন দফা দাবি নিয়ে রাজধানী অভিমুখে এই মিছিল। যা রুখতে সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমানা বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ব্যারিকেড আর কাঁটাতার দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এক মাসের জন্য জমায়েতও নিষিদ্ধ হয়েছে দিল্লিতে। একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হরিয়ানার সীমানাও। এই পরিস্থিতিতে এবার ছোড়া হল কাঁদানে গ্যাসের সেল।
Leave a Reply