Delhi Farmers protest: ‘কীভাবে দেশের উন্নতি হবে?’, দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন মমতা

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: আবারও দিল্লিতে কৃষক আন্দোলন। লখিমপুর খেরিতে কৃষক খুনের তদন্ত সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। ২০২০ সালের কৃষক আন্দোলনের মতো ফের বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি শুরু করছেন হাজার হাজার কৃষক। অথচ তাঁদের দাবি খতিয়ে দেখা তো দূরের কথা, উলটে বিক্ষোভ দমন করতে কার্যত ‘আয়রন হ্যান্ড’ পলিসি নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মিছিল আটকানো হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, এমনকী ড্রোন থেকে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। দেশের অন্নদাতাদের উপর এই ‘নৃশংস অত্যাচারে’র প্রতিবাদে এবার সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘সাধারণ অধিকারের জন্য লড়াই করায় কৃষকদের ওপরে যখন কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়, তখন কী ভাবে আমাদের দেশ এগোবে? আমাদের কৃষকদের ওপরে বিজেপির নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। কৃষক ও শ্রমিকদের সমর্থন করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। বিকশিত ভারতের ভ্রম প্রকাশিত হয়ে গিয়েছে। তাঁদের প্রতিবাদকে দমন করার পরিবর্তে, বিজেপিকে অবশ্যই স্ফীত অহংকার, ক্ষমতার ক্ষুধার্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত শাসনের দিকে মনোযোগ দিতে হবে যা আমাদের জাতির ক্ষতি করেছে। মনে রাখবেন, এই কৃষকরাই আমাদের সকলকে টিকিয়ে রাখেন। আসুন সরকারি বর্বরতার বিরুদ্ধে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়াই।’

২০২০র স্মৃতি উসকে ফের ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন কৃষকরা। মূলত তিন দফা দাবি নিয়ে রাজধানী অভিমুখে এই মিছিল। যা রুখতে সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমানা বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ব্যারিকেড আর কাঁটাতার দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এক মাসের জন্য জমায়েতও নিষিদ্ধ হয়েছে দিল্লিতে। একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হরিয়ানার সীমানাও। এই পরিস্থিতিতে এবার ছোড়া হল কাঁদানে গ্যাসের সেল।