Aadhar Card : আধারের বিকল্প কার্ড বানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী নিজেই! সাংবাদিক বৈঠকে জানালেন মমতা

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: যাঁদের আধার কার্ড বাতিল করা হচ্ছে, তাঁদের আলাদা কার্ড দেওয়া হবে। নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নতুন এক পোর্টাল চালু হচ্ছে বলেও জানিয়ে দেন মখ্যমন্ত্রী। নতুন এই পোর্টালের নাম ‘আধার সমস্যার পোর্টাল’। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার বলেন, ‘বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না।’ আধার কার্ড নিয়ে যাঁরা ছেলেখেলা করছেন ও মানুষকে বঞ্চিত করছে, মানুষই তাঁদের আঁধারে ফেলে দেবেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আধার কার্ডের এই ব্যাভিচারিতা দেখে, আমি গরীব মানুষকে বলব, আমরা আর একটা বিকল্প কার্ড দেব। নাগরিকত্ব রক্ষা হবে। জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে।

মমতা বলেন, “আধার কার্ড নিয়ে তফসিলি ফেডারেশন আমার কাছে চিঠি দিয়েছে। বিভিন্ন তফসিলি জাতি, নমঃশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন। আমাদের জানায়নি পর্যন্ত। যাঁর কাটা হয়েছে অন্তত তাঁকে তো জানাবে। তাও জানায়নি।”

এছাড়াও মমতা বলেন, “আমি সত্যি দুঃখিত। ভোটের আগে এমন কী ঘটল যে ইচ্ছামতো কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। পরিকল্পনা কী? ডিটেনশন ক্যাম্প তৈরি করা? আমার কাছে সবথেকে বেশি চিঠি তফসিলি ফেডারেশন দিয়েছে। রাজ্য সরকার, জেলা প্রশাসন কিছুই জানে না। জমিদারের মতো আচরণ করে এসব করছে। তাহলে কার্ড করার দরকার কী ছিল? সব তথ্য তো নিয়েছিলেন। বডি স্ক্যানও তো করেছিলেন। কার দেহে কী অসুখ জেনেও তো করেছিলেন। আধারকে ব্যাঙ্কে লিঙ্ক করেছিলেন। আধার কার্ডের নামে অত্যাচার হয়েছে। ১ হাজার টাকা নেওয়া হয়েছে। বলা হয়েছে, আধার কার্ড ছাড়া কোনও সুবিধা পাবে না। গরিব মানুষরা পাবেন না?”

রবিবারই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, আধার লিঙ্ক কেটে দেওয়া হলেও কোথাও কোনও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না মানুষ। এর জন্য প্রশাসনকে পোর্টাল তৈরির কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে ফের সেই পোর্টালের প্রসঙ্গ উত্থাপন করে তিনি। যাঁদের আধার কার্ডের লিঙ্ক কাটা হচ্ছে তাঁদের নাম নথিভুক্ত করার পরামর্শ দেন মমতা।