ইউ এন লাইভ নিউজ ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। দেশের ১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের ফুল বেঞ্চের। মোট ৭ দফায় লোকসভার ভোট গ্রহণ হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে ১৯ এপ্রিল। শেষ দফার ভোট গ্রহণ হবে ১ জুন। লোকসভা নির্বাচনের গণনা হবে ৪ জুন। বাংলায় দুই আসনে হবে উপনির্বাচন। ভগবানগোলা এবং বরানগরে উপনির্বাচন হবে। এই দুই কেন্দ্রের সঙ্গে দেশের মোট ২৬ টি জায়গায় উপনির্বাচন হবে।
পশ্চিমবঙ্গে এই সাত দফাতেই ভোট গ্রহণ করা হবে। এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন দফায় কোথায় কোথায় কোন কোন আসনে ভোট গ্রহণ করা হবে।
- ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লোকসভা আসনে
- ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং লোকসভা আসনে
- ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও বহরমপুর আসনে
- ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে কষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর
- ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামরপুর, ব্যারাকপুর, বনগাঁ, দমদম ও বসিরহাট, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি লোকসভা আসনে
- ২৫ মে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুকে ভোট
- ১ জুন, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, *যাদবপুর* , জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন, এই মুহূর্তে দেশে প্রায় ৯৬.৮০ কোটি ভোটার রয়েছেন। নতুন ভোটার প্রায় ১ কোটি ৮০ লক্ষ। যুব ভোটারের (২০-২৯ বছর বয়সি) সংখ্যা ১৯.৭৪ কোটি। এবার ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। এ বছর মহিলা ভোটার ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। এ বছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে ৫৫ লক্ষ।
Leave a Reply