ইউ এন লাইভ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা গতকাল শুক্রবার ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই তালিকাতেও নাম নেই বাংলার কেন কেন্দ্রে কারা প্রার্থী হবেন। বিজেপি সূত্রের খবর, বাংলার কয়েকটি কেন্দ্রে প্রার্থী জট অব্যাহত। সেই কারণেই এখনও পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে ওঠেনি।
এমনকি, প্রার্থী নিয়ে কোন্দল, চলছে বিদ্রোহও। লোকসভা ভোটের আগে কার্যত রাজ্যজুড়েই বঙ্গ বিজেপিতে কোন্দল চরমে। পাশাপাশি পছন্দের প্রার্থী করে পুরনোদের সরাতে চেয়ে দলের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও গেরুয়া শিবিরে ক্ষোভ এবার চরমে। দমদম থেকে কৃষ্ণনগর, শুভেন্দুর বিরুদ্ধে পড়েছে পোস্টার। সোশ্যাল মিডিয়াতেও সেভ বেঙ্গল বিজেপি—র তরফে শুভেন্দুকে ‘লোডশেডিং বিধায়ক’ বলে কটাক্ষ ও নিশানা করে লেখা হয়েছে, বঙ্গ বিজেপিকে শেষ করে দিতে এসেছেন শুভেন্দু। কার প্রার্থী বেশি আসনে থাকবে তা নিয়ে শুভেন্দু ও সুকান্তর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। কোন্দলের জেরেই বাংলার একাধিক আসনের তালিকা ঘোষণা করতে দেরি হচ্ছে দিল্লির নেতাদের। আর এই ঝগড়াঝাঁটি করেই জোড়াতালির প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। আজ, শনিবার কিংবা কাল রবিবার বাংলার বাকি প্রার্থীদের নাম হয় একদফায় বা দু’দফায় ঘোষণা করতে পারে বিজেপি।
বাংলার ছয় থেকে সাতটি আসন নিয়ে জট কাটাতে চলছে দফায় দফায় বৈঠক। যদিও প্রার্থী তালিকা হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগেই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাহলে কেন বিলম্ব? উঠছে প্রশ্ন। বিজেপি সূত্রের খবর, কৃষ্ণনগর, ব্যারাকপুর, দমদম, বীরভূম, মেদিনীপুর, আসানসোল, জলপাইগুড়ি , কলকাতা উত্তর সহ নানান কেন্দ্রে প্রার্থী কারা হবেন, এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পদ্ম শিবির। প্রার্থী বাছাই নিয়ে দলের অন্দরে মতভেদের কারণেই বাংলার বকেয়া ২৩ কেন্দ্রের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করে উঠতে পারছে না বিজেপি বলে মত বিজেপি শিবিরেরই একাংশের। এই আবহেই আগামিকাল বা পরশু বিজেপির তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।