ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের আগে অপেক্ষার অবসান হলো রাজ্যে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসাবে হাত চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুনিশ তামাং। দিন কয়েক আগে অজয় এডওয়ার্ডের সঙ্গে দিল্লিতে এআইসিসি দপ্তরে গিয়ে কংগ্রেসে যোগ দেন মুনিশ। পাহাড়ের বেশ কয়েকটি গোর্খা সংগঠনের সংযুক্ত মঞ্চ ভারতীয় গোর্খা পরিসঙ্গের শীর্ষনেতা মুনিশ। দিল্লিতে অধ্যাপনা করেন। দার্জিলিংয়ের ভূমিপুত্রকে প্রার্থী করে চমক দিল হাত শিবির। একই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, পাহাড়ে বাম-কংগ্রেস জোটের তরফে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেসই।
মাস খানেক আগে প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং কংগ্রেস দোলে যোগ দেন। গত কয়েক মাস ধরেই পাহাড়ে জল্পনা ছিল, বিনয় তামাং কংগ্রেসের প্রার্থী হতে পারেন। তাঁকে সমর্থন করতে পারে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি-সহ পাহাড়ের অন্যান্য সংগঠন।
লোকসভার কিছুদিন আগে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। নয়কে সমর্থনের রাস্তা থেকে সরে এসে অজয় নিজের অনুগামী মুনিশকে প্রার্থী করার চেষ্টা শুরু করেন। গত সপ্তাহে অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি ইন্ডিয়া জোটে যোগ দেন। একই সঙ্গে সরাসরি কংগ্রেসে যোগ দেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ। সূত্রের দাবি, মুনিশকে প্রার্থী করা হবে এই শর্তেই ইন্ডিয়া জোটে যোগ দিয়েছেন অজয়। শেষে অজয়ের দাবিতেই সিলমোহর দিল কংগ্রেসের শীর্ষনেতৃত্ব।
Leave a Reply