Arvind Kejriwal News: সাড়ে চার কেজি ওজন কমিয়ে গুরুতর অসুস্থ কেজরিওয়াল, অভিযোগ মানছে না তিহাড় কর্তৃপক্ষ

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ইডি হেফাজত শেষ হওয়ার পর আবগারি দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজত হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এই মুহূর্তে তাঁকে থাকতে হচ্ছে তিহাড় জেলে। এই পরিস্থিতিতে জানা গেল ভালো নেই আপ সুপ্রিমো। ২১ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ইডি। আর এই আবহে কেজিরিওয়ালের শারীরিক অবস্থা নিয়ে সুর চড়াতে পারে আম আদমি পার্টি।

আম আদমি পার্টি সূত্রে খবর, তিহাড় জেলে অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এত দ্রুত সাড়ে চার কেজি ওজন কমে যাওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ডাক্তাররা। তাঁর এই মুহূর্তে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ এবং মেডিক্যাল মনিটরিং প্রয়োজন বলে জানানো হয়েছে।

আবগারি নীতি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহেই তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সোমবার থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন কেজরিওয়াল। আপাতত ১৫ এপ্রিল অবধি ১৪ বাই ৮ ফুটের সেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

তিহাড়ের ২ নম্বর জেলে রয়েছেন কেজরিওয়াল। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই সুগার লেভেল ওঠানামা করছে মুখ্যমন্ত্রীর। মাঝে একদিন তা ৫০-র নীচে নেমে যায়। সেই কারণে সর্বদা চোখে চোখে রাখা হচ্ছে কেজরিওয়ালকে। নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে। জেলের ভিতরেই তাঁকে ব্লাডসুগার মনিটর করার জন্য মেশিন দেওয়া হয়েছে। সঙ্গে রাখতে দেওয়া হয়েছে লজেন্স-টফিও।

যদিও তিহাড় জেল কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাদের বক্তব্য, ‘অরবিন্দ কেজরিওয়ালের ওজন একই রয়েছে। তাঁর রক্তে সর্করার মাত্রাও সঠিক আছে। তিনি জেলে যোগাভ্যাস করেছেন। নিজের সেলেই মর্নিং ওয়াক করেছেন কেজরিওয়াল। সুগার লেভেল মাপার জন্য নিয়মমাফিক পরীক্ষা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সুগার লেভেল খানিক ওঠানামা করেছে। সেই অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে ডায়াবেটিসের ওষুধও দেওয়া হয়েছে। সুগাল ফল আটকাতে তাঁকে টফিও দেওয়া হচ্ছে।’ একইসঙ্গে তিহাড় জেলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলের খাবার নয়, বাড়ির রান্না খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কোনওরকম মেডিক্যাল এমারজেন্সির জন্য কেজরিওয়ালের সেলের বাইরেই একটি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে।