নিউজ ডেস্ক: আবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বুধবার ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ফলে আগামী ১৪ সেপ্টম্বর অবধি জেল হেফাজতেই থাকবেন পার্থ এবং অর্পিতা।
২৬ দিন ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে হাজির ছিলেন এস এস সি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।
শুনানি শেষে আদালত ফের জেল হেফাজতের নির্দেশ দেয়। পার্থ চেয়েছিলেন তাঁর জামিন হোক। প্রয়োজনে গৃহবন্দী রাখা হোক। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দিয়েছে কোর্ট।
এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন করেন। তাঁর আইনজীবী জানান, পার্থর রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম, ক্রিয়েটিনিন বেশি। এছাড়া শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর শিরদাঁড়াতেও সমস্যা রয়েছে।
একই সঙ্গে পার্থর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বাড়ি থেকে এখনও পর্যন্ত টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। এমনকি, তদন্তে যে ভুয়ো সংস্থার কথা শোনা যাচ্ছে, তার মালিকানা বা শেয়ারও পার্থর নামে নয়। তাহলে পার্থর জামিনে আপত্তি কোথায়?
এর পালটা ইডির যুক্তি, পার্থর বিপুল সম্পত্তি রয়েছে। এরপরেই সিম্বায়োসিস নামে একটি সংস্থার কথা জানায় ইডি। এই সংস্থার শেয়ার ২.৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। একইসঙ্গে এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলে দাবি করেন ইডির আইনজীবী।
Leave a Reply