Abhijit Gangopadhyay

Abhijit Gangopadhyay: ভোটের আগে বিপাকে বিচারপতি গাঙ্গুলি: এসএসসি প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের পুলিশের

ইউ এন লাইভ নিউজ: এবার প্রাক্তন বিচারপতি নেতা তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরূদ্ধে এফআইআর করল অনশনকারী শিক্ষক,শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।

শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিতের মনোনয়ন দিতে যাওয়ার আগে একটি মিছিল করে বিজেপি। ওই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশনমঞ্চের কাছে পৌঁছতেই শুরু হয় ঝামেলা। স্লোগান, পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। ওই ঘটনায় অনশনমঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। এ নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীদের হুঁশিয়ারি, ‘‘অনশনমঞ্চে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে।’’

কিন্তু ওই ঘটনার প্রতিবাদে পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন অনশনরত চাকরিহারা শিক্ষকেরা। ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন’-র সভাপতি মইদুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা চাকরিখেকো বলেই জানতাম। তিনি আরও জানান ,”শনিবার তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে ভণ্ডুল করতে বিজেপির লোকজন হামলা করে।” বিজেপি প্রার্থী ও শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এই হামলা চলে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এই ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর করা হয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিজেপির মিছিল যাওয়ার সময় তৃণমূল সমর্থিত ওই অনশনমঞ্চ থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘চোর-চোর’ আওয়াজ ওঠে। সেই সময় মিছিল থেকে কয়েক জন জুতো নিয়ে চাকরিহারাদের অনশনমঞ্চের দিকে তেড়ে যান বলে অভিযোগ। মঞ্চের চেয়ার ভাঙচুরের পাশাপাশি ইট-পাটকেল ছোড়া হয়। বিজেপি কর্মীদের হামলায় বেশ কয়েক জন শিক্ষক জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনীকে মাঠে নামতে হয়।

তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে বলেন, “যে মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে, যেখানে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত, সেই মিছিল থেকে কিছু বাঁদর বেরিয়ে এরকমভাবে চেয়ার টেবিল ভাঙচুর করল, পাথর ছুড়ল, আমাদের শিক্ষক-শিক্ষিকাদের আহত করল, এফআইআর তাঁদের নামে হবে না তো কাদের নামে হবে? তাঁরা তো নেতৃত্ব দিচ্ছিলেন সেই মিছিলের। এ দায় তো ওনাদের নিতে হবে। ওনাদের প্ররোচনাতেই এসব হয়েছে।”

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ব্যাপারে বলেন, “অভিযোগ করেছে করুক,আমি এসবে একদম পাত্তা দিই না। এরকম মিথ্যা মামলা তো অনেকই হয়। যারা এসব করছে তারা কতদিন এসব মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচে সেটা দেখব।”