ইউ এন লাইভ নিউজ: ঘরের মাঠে ২৬০ রান ডিফেন্ড করতে না পেরে লজ্জ্বার সেই হারের পর ঘুরে দাঁড়িয়েছে শ্রেয়সের নাইটরা। তারপরের তিনটি ম্যাচে জিতে প্রায় প্রায় নিজেদের প্লে-অফ অঙ্কের সমাধান করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। এখন নাইটরা রয়েছেন টেবিল টপে।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই হার এখন অতীত। সেই হারের পর দলের বোলিংয়ের ওপর অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল। কিন্তু তারপরের তিনটি ম্যাচ বড় ব্যবধানে জিতে নিজেদের প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে নাইট-ব্রিগেড। শাহরুখের বেগুনি-সোনালি ‘বাদশাহ’-রা ইডেনে দিল্লি ক্যাপিট্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স আর লখনউ সুপারজায়ান্টস-কে হারিয়ে এখন প্লে-অফ খেলার অপেক্ষায়।
ডিসিকে ১৫৩ রানে বেঁধে ফেলা হোক অথবা ১৬৯ রানে অল-আউট হয়ে যাওয়ার পরও এমআইকে ১৪৫ রানের মধ্যে অল-আউট করে আটকে ফেলে ওয়াংখেড়েতে ১২ বছ পর অথবা ২৩৫ রান করে ১৩৭ রানে এলসিজি-কে অল-আউট করে কেকেআর বোলিং বিভাগ সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছে। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী-কে নিয়ে নাইট রাইডার্সের ফাস্ট এবং স্পিন বোলিং এখন দুরন্ত ছন্দে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, কেকেআর এখন ১১ ম্যাচে ১৬ পয়েন্টস এবং টেবিলের মধ্যে সর্বাধিক ১.৪৫৩ নেট রান রেটের সঙ্গে প্রথম স্থানে রয়েছে।
Leave a Reply