ইউ এন লাইভ নিউজ: নির্বাচনী প্রচারে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণকুমার মিশ্রের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে আবারও বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এছাড়া প্রচারে বেড়িয়ে তিনি হিংসা ছড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এর ভিত্তিতেই সবং থানা ও নির্বাচন কমিশনের কাছে তাঁর বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাঁর বক্তব্যের ভিডিয়ো পেন-ড্রাইভে করে কমিশনের কাছে জমা করেছে মা-মাটি মানুষের দল।
এছাড়াও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানোর চেষ্টা-সহ ভয়, ঘৃণা ও প্ররোচনামূলক ভাষণ দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। মঙ্গলবার হিরণের বিরুদ্ধে একদিকে তৃণমূলের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও সবং থানায় যে অভিযোগ উঠেছে তার কোনো অস্তিত্ব নেই বলে দাবি গেরুয়া শিবিরের। রাজ্যের শাসক দল পদ্মের এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা-সহ তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে।
ভাইরাল হওয়া ওই ভিডয়ো নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা অসীম রায়ের দাবি, বিজেপি প্রার্থীর ওই বিতর্কিত ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”মা-বোনেরা হাতে লাঠি-ঝাঁটা, বঁটি-কাটারি নিয়ে থাকবে। আর মিশ্রের বাহিনী যদি আসে তা হলে মা-বোনেরা সামনে থাকবে। আমি থাকব সামনে। আমার সঙ্গে থাকবেন। মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বলপাই মোড়ে।” এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইউ এন লাইভ।
এর উত্তরে হিরণ বলেন, তিনি ভুল কিছু বলেননি। ‘’আত্মরক্ষার অধিকার সকলের আছে। যদি কেউ দেখেন, তাঁর ভোট লুট হয়ে যাচ্ছে, তিনি তো দাঁড়িয়ে দেখবেন না। প্রতিরোধ করবেন। আমি মা-বোনেদের সেই প্রতিরোধের কথা বলেছি।’’
হিরণের এই মন্তব্যের পর গেরুয়া কর্মী এবং সমর্থকেরা টিএমসির নেতার উপর হামলা করতে পারেন বলে মনে করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তরুণকুমার মিশ্র খুন পর্যন্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে তৃণমূল শিবিরের তরফ থেকে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে টিএমসি।
Leave a Reply