Loksabha Election 2024: আসানসোলে বুথে চলল দেদার ছাপ্পা ও ভোট লুট

ইউ এন লাইভ নিউজ: রাজ্যের চতুর্থ দফা নির্বাচনে ছাপ্পার অভিযোগে হই-হট্টগোল পড়ল আসানসোল লোকসভা কেন্দ্রে। এলাকার মানুষদের ভোটদানে বাধা দিয়ে বলা হয় ভোটদান হয়ে গিয়েছে। ঘটনাটি ৫০ নম্বর ওয়ার্ডের চেলিডাঙা ব্যারট ক্লাব এলাকার। এই এলাকায় তৃণমূলের প্রতাপশালী নেতা অভিজিৎ ঘটক, যিনি সম্পর্কে মন্ত্রী মলয় ঘটকের ভাই। বিজেপির অভিযোগ, তাঁর নেতৃত্বে এলাকায় দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিজে বলেছেন ভোট হয়ে গিয়েছে। এলাকায় ভুয়ো ভোটার এনে ভোট দেওয়া হয়েছে বলেও বিরোধী দলের অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি, এলাকায় বিজেপি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই হয়েছে। 

অপরদিকে নদিয়া, মুর্শিদবাদ এবং বর্ধমানের লোকসভা কেন্দ্রগুলিতে শাসক দলের বিরুদ্ধে ভোট লুট, বিরোধী এজেন্ট বসতে না দেওয়া, ছাপ্পা সহ একাধিক অভিযোগ নিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছে বিজেপি।

বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অভিযোগ, “মৃত লোকের ভোটও পড়ছে এখানে। সুরেশ প্রসাদ নামে এক ব্যক্তি ভোট দিতে এসে শুনছেন তাঁর ভোট পড়ে গিয়েছে। আমাদের ফোন করা হতেই আমরা এলাম। আমরা বলছি টেন্ডার ভোট করাতে হবে। প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসারকেও আমরা জানিয়েছি।”

অভিযোগের পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূলের যুব নেতা পিন্টু কর্মকার। তিনি বললেন, “বিজেপি শান্তিপূর্ণ ভোট নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ওরা ষড়যন্ত্র করে এসব করছে। বুথের সামনে এসে গোলমাল পাকাচ্ছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল ঝামেলা তৈরি হয় ওই ভোটদান কেন্দ্রে। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেন।