Prashant Kishor

Prasant Kishor: ফের ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর, ৪০০ পার না হওয়ারই সম্ভাবনা জানালেন পিকে

ইউ এন লাইভ নিউজ: সারা দেশে ভোট শুরুর আগে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন এনডিএ সারা দেশে ৪০০ আসন পাবে না। আর বিজেপি বাংলায় গতবারের থেকে ভাল ফল করবে। প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণীতে ক্ষুব্ধ হয়েছিলেন বাংলার তৃণমূলের নেতা-কর্মীরা। তবে সবসময়ই প্রশান্ত কিশোর এই সম্ভাবনার কথাটি উল্লেখ করেন। চার দফা নির্বাচন হওয়ার পরে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর ফের একবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল নিয়ে নতুন করে ভবিষ্যদ্বাণী করেছেন। কারণ ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় কম ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

বিজেপির আসন নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির আসন তিশোর মধ্যেই থাকবে। ২০০ আসনে নেমে যাওয়ার মতো মারাত্মক পতনের মুখে পড়বে না গেরুয়া শিবির। দেশের উত্তর কিংবা পশ্চিম দিকে বিজেপির আসন সংখ্যায় তেমন কোনও পতন হবে না। পাশাপাশি তিনি বলেছেন, আশ্চর্যজনক ফলাফল হতে পারে, এমন কোনও সূচক তিনি দেখতে পাননি। এনডিএ-র ৪০০ আসন পাওয়ার দাবিকেও বাতিল করে দিয়েছেন তিনি। প্রশান্ত কিশোরের ‘নতুন’ ভবিষ্যদ্বাণী সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই পরিস্থিতিতে বিজেপির আসন সংখ্যায় তেমন কোনও পরিবর্তন হবে না, কিংবা উল্লেখযোগ্য তেমন কোনও হ্রাস হবে না। পাশাপাশি তিনি এও বলেছেন বিজেপি এবার বাংলা এবং ওড়িশার মতো রাজ্যে লাভবান হবে। সঙ্গে তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যও রয়েছে। এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিরোধী দলগুলি সেরকম দুর্বল না হলেও, বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় নেই। তিনি আরও বলেছেন, ‘ইস বার চারশো পার’, এটা স্লোগানই। এই প্রত্যাশা বাস্তবসম্মত না হলেও এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল।