BCCI-ICT

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ কে? তুঙ্গে জল্পনা!

ইউ এন লাইভ নিউজ: ভারতীয় দলের কোচ কে? টি-২০ বিশ্বকাপের আগে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। এহেন পরিস্থিতিতে শোনা গেল, ‘মেন ইন ব্লু’-র হেড কোচ হতে পারেন মাহেলা জয়বর্ধনে। আপাতত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কিন্তু ভারতীয় দলের কোচ হতে চাইলে তাঁকে ছেড়ে দেবে বলেই জানিয়েছে হার্দিক পান্ডিয়াদের টিম ম্যানেজেমেন্ট।

২০২৩ বিশ্বকাপের পরই কোচিংয়ের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু তাঁকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত হেড কোচের দায়িত্বে রেখে দেয় বিসিসিআই। আগামী জুন মাসে দ্রাবিড়-সহ বর্তমান গোটা কোচিং স্টাফের মেয়াদ ফুরোচ্ছে। তাই ভারতীয় দলের কোচ খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। অনেকেই ভারতের কোচ হতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলেই সূত্রের খবর। তার মধ্যে রয়েছে বেশ কয়েকজন বিদেশি দাপুটে নামও।

খবর ছড়ায়, চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এবং দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং নাকি ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। বোর্ড নাকি আগ্রহও প্রকাশ করেছে তাঁদের নিয়ে। তবে ফ্লেমিং বা পন্টিং কেউই দারুণ কিছু আগ্রহ দেখিয়েছেন বলে শোনা যায়নি। চেন্নাই দলের পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় দলের কোচিং করানো নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও বার্তা পাননি ফ্লেমিং। কোচ হওয়ার দৌড়ে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও।

অনেকেই মনে করছেন, কোনও বিদেশি কোচ নিয়োগ করতেই এবারে মরিয়া বিসিসিআই। এবার সেই দৌড়ে শামিল হল জয়বর্ধনের নাম। গত বছর পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। সাপোর্ট স্টাফে না থাকলেও এখনও যুক্ত রয়েছেন মুম্বইয়ের সঙ্গে।

অন্যদিকে, সোশাল মিডিয়ায় জোর গুঞ্জন ভিভিএস লক্ষ্মণই হতে চলেছেন ভারতীয় দলের পরবর্তী কোচ। কারণ ইতিমধ্যেই এনসিএর সঙ্গে যুক্ত রয়েছেন। দ্রাবিড়ের অনুপস্থিতিতে ২০২৩ এশিয়ান গেমস এবং বেশ কিছু সিরিজে ভারতীয় দলের কোচিংও করিয়েছেন তিনি। ছিলেন জুনিয়র দলের কোচও। কিন্তু সূত্র অনুযায়ী, ভিভিএস লক্ষ্মণ কোচ হতে রাজি নন।