Kamya Kartikeyan

Mount Everest: নতুন নজির গড়লেন বাবা-মেয়ে, মাত্র ১৬ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয়

ইউ এন লাইভ নিউজ: বাবা-মেয়ের একসঙ্গে মাউন্ট এভারেস্ট জয়। নতুন নজির গড়লেন ভারতীয় নৌসেনার কম্যান্ডর এস কার্তিকেয়ন ও তাঁর মেয়ে কাম্যা কার্তিকেয়ন। ১৬ বছরের কাম্যা সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে নেপালের দিক থেকে মাউন্ট এভারেস্ট জয় করার নজির গড়লেন। বৃহস্পতিবার ওয়েস্টার্ন নাভাল কম্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানানো হয়েছে।

মুম্বইয়ে নেভি চিলড্রেন স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী কাম্যা। এই কিশোরী ও তাঁর বাবা সোমবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। ওয়েস্টার্ন নাভাল কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই কৃতিত্ব অর্জন করার পর ভারতের সর্বকনিষ্ঠ পর্বতারোহী ও বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে নেপালের দিক থেকে মাউন্ট এভারেস্ট জয় করলেন কাম্যা কার্তিকেয়ন।’

বাবার উৎসাহে ছোটবেলা থেকেই পাহাড় জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন কাম্যা। ইতিমধ্যেই ৬টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার নজির গড়েছেন কাম্যা। এরপর এ বছরের ডিসেম্বরে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন ম্যাসিফ জয় করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই কিশোরী। তিনি সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে ৭টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার নজির গড়তে চাইছেন। ২০২০ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করেন কাম্যা। এশিয়ার বাইরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া। এই শৃঙ্গ জয় করার পর মাউন্ট এভারেস্টও জয় করে ফেললেন কাম্যা। আরও সাফল্য পাওয়াই এই কিশোরীর লক্ষ্য। মাউন্ট এভারেস্ট জয় করার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতের সাফল্যের জন্য কাম্যাকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সেনা। এই কিশোরী ৭টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করার নজির গড়তে পারবেন বলে আশা করা হচ্ছে।