Metro Railway: আবারও বিপাকে নর্থ-সাউথ মেট্রো! অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা

ইউ এন লাইভ নিউজ: গতকালের পর আবার আজ পরপর দুদিন। অফিস টাইমে আবারও মেট্রো বিভ্রাট। শ্যামবাজারে সিগন্যালিংয়ের সমস্যার কারণে মেট্রো দেরিতে চলাচল করছে। চরম দুর্ভোগের শিকারে মেট্রো যাত্রীরা। মেট্রোর তরফের পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০ টা নাগাদ শ্যামবাজার স্টেশনে সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। প্রথমে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কেউ পরিষেবা স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। কেউ আবার অন্যভাবে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। পরে মেট্রোর তরফে পরিষেবা চালু করা হয়। কিন্তু মেট্রো চলছে ধীরগতিতে। সমস্ত স্টেশনেই স্বাভাবিকের তুলনায় বেশি সময় দাঁড়াচ্ছে মেট্রো। এ প্রসঙ্গে মেট্রোর তরফে কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের কাজ চলছে। ধীর গতিতে হলেও মেট্রো চলছে।

উল্লেখ্য, একই ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার। সাতসকালে ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটেড সিগন্যাল ব্যবস্থায় সমস্যা তৈরি হয়। তারফলে প্রথমে কিছুক্ষণ আপ ও ডাউন দুই লাইনেই পরিষেবা থমকে যায়। পরে ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে মেট্রো পরিষেবা চালু করা হয়।বেশিরভাগ স্টেশনেই মেট্রোগুলি ৫-১০ মিনিট করে দাঁড়িয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শুক্রবার। বারবার একই ঘটনা ঘটায় ক্ষুদ্ধ মেট্রোরেলের নিত্যযাত্রীরা।