Loksabha Election 2024: বিক্ষোভের মুখে কাঁথির বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী

ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় বঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম কাঁথিতেও পরিস্থিতি হল উত্তপ্ত। সেখানকার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সঙ্গে বচসা বাঁধে পুলিশের। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে নেই। এমনকী তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গেও বচসায় জড়াতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।

এলাকার বহু তৃণমূল কর্মীরা অভিযোগ করেন, বাহিনী অতিসক্রিয় ভূমিকা পালন করছেন। যাঁরা ভোট দিতে যাচ্ছেন তাঁদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন জওয়ানরাও। কেন্দ্রীয় বাহিনী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, জওয়ানরা কেন বিজেপি নেতাদের বাইকে চড়ে ঘুরবেন? এরপর এলাকায় পৌঁছন প্রার্থী সৌমেন্দু অধিকারী। এরপরই তৃণমূলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সৌমেন্দুকে বলতে শোনা যায়, “আমি এখানকার প্রার্থী। শান্তিপূর্ণ ভোট হচ্ছে কি না সেটা দেখা আমার কর্তব্য।”

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন সৌমেন্দু। বলেন, “এরা সব তৃণমূলের হার্মাদ। এরা ঠিক করবে কেন্দ্রীয় বাহিনী কী করবেন না করবেন? ওরা নিজেদের মতো কাজ করছেন। এখানকার বুথে বিপুল জমায়েত হচ্ছিল। সকলের ভোটার আই-কার্ড চেক করা হোক।”