IPL 2024: তিনটি ট্রফি; ‘ক্যাপ্টেন’ অথবা ‘মেন্টর’ সব ভূমিকাতেই সফলত কেকেআরের গম্ভীর

ইউ এন লাইভ নিউজ: সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছিলেন কলকাতা নাইট রাইডার্স আর তাঁর জুটি স্বর্গে বানানো। রবিবার চেপকে স্বপ্নের রাতেও প্রমাণ সেটাই হল। ২০১২ এবং ২০১৪-তে ‘অধিনায়ক’ হিসাবে কেকেআরের হাতে তুলে দিয়েছিলেন ট্রফি। এবার তুলে দিলেন ‘মেন্টর’ হিসেবে।

গম্ভীর মেন্টর হয়ে আসছেন এই ঘোষণার পর থেকেই শোরগল পড়ে গিয়েছিল নাইট ব্রিগেডের ভক্তমহলে। কিন্তু গত দু বছরে প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে না পারা দলটি যে গৌতমের গম্ভীর পরশ পেয়েই একেবারে নিজের আইপিএল ইতিহাসে প্রথমবারের জন্য ৯ ম্যাচ জিতে ২০ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে আজ অবধিকার আইপিএল ইতিহাসে সর্বাধিক নেট রান রেট (+১.৪২৮) নিয়ে প্লে-অফে কোয়ালিফাই করবে, একপেশেভাবে আইপিএলের ২০২৪-র সবচেয়ে আগ্রাসী দলের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠবে, ফাইনাল ম্যাচে সেই দলকেই আরও একবার একতরফাভাবে হারিয়ে আইপিলের ১৭তম মরশুমে ট্রফি নিজের নামে করবে এই ঘটনাগুলি আইপিএল শুরুর আগে কেকেআরের কোনও অন্ধভক্তকে বললে সেও বিশ্বাস করত কোনওমতেই। কিন্তু এখন এগুলি সব সত্যি! একই মরশুমে তৃতীয় বারের জন্য প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় বারের জন্য আইপিএল সেরার তকমা ছিনিয়ে নিল শ্রেয়স আইয়ারের নাইট ব্রিগেড। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে রবিবার রাতে স্বর্ণালী অক্ষরে রূপকথা তথা ইতিহাস রচনা করল শাহরুখ খানের বেগুনি-সোনালি বাদশাহরা। চতুর্থবার ফাইনালে উঠে তৃতীয়বারের জন্য ট্রফি জিতল কেকেআর আর সেই তিনবারের দলের কমন ফ্যাক্টরের নাম গৌতম গম্ভীর। ২০১২ আর ২০১৪ সালে ছিলেন দলের ‘অধিনায়ক’ এবং ২০২৪ সালে দলের মেন্টর।

বারংবার টসে হারতে থাকার ফলে এদিন টসের কয়েন তোলার সময়ে এক পাক ঘুরে যান শ্রেয়স। কিন্তু তাতে ফল বদলায়নি। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্যাট কামিন্স সকলকে অবাক করে দেন। শ্রেয়স বলেন তিনি টসে জিতলে বোলিংই করতে চাইতেন। তারপর ব্যাটিং করতে নেমেই ধস নামে হায়দরাবাদের ব্যাটিং অর্ডারে। প্রথম ওভার থেকেই একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যেতে থাকেন। কলকাতার প্রতিটা বোলার উইকেট পান। ফলস্বরূপ মাত্র ১৮ ওভার তিন বলেই সব উইকেট হারিয়ে আইপিএল ফাইনালের ইতিহাসের সর্বনিম্ন স্কোর ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। এতেই প্রমাণিত হয় শ্রেয়স এবং কেকেআর টিম ম্যানেজমেন্ট ঠিকভাবে পিচ পড়েছেন। ব্যাটিং করতে নেমেও বোলারদের মতো নিজেদের দাপট বজায় রাখেন নাইট শিবিরের ব্যাটসম্যানরা। আজ নারিন তাড়াতাড়ি আউট হলেও রহমানুল্লা গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত পার্টনারশীপ অরেঞ্জ আর্মির বোলারদের থেকে অনেক দূরে নিয়ে যায় ম্যাচটি। ২৪ বলে দ্রুত অর্ধশতরান বানিয়ে প্লে-অফে নিজের রানের ধারাবাহিকতা বজায় রাখলেন ভেঙ্কটেশ। জয়ের দোরগোড়ায় এসে গুরবাজ আউট হওয়ায় ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে মাঠে নামতে হয়। তারপর মাত্র ১০ ওভার ৩ বলেই ১১৪ রানের টার্গেট চেস করে এসআরএইচ-কে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ওঠে কেকেআর। প্রথম কোয়ালিফায়ারের পর এবার ফাইনালেরও ম্যান অফ দ্য ম্যাচ’ হলেন বড় ম্যাচের প্লেয়ার মিচেল স্টার্ক। নিলাম থেকে তাঁকে যে দামে কেনা হয়েছিল সেই ২৪ কোটি ৭৫ লাখ মূল্যের ওপর অনেক প্রশ্নচিহ্ন উঠলেও এই দুটি ম্যাচে তিনি প্রমাণ করে দিলেন কেন নিলামের টেবিলে তাঁর জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর এবং কেকেআর ম্যানেজমেন্ট।

আমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরের দিন অর্থাৎ গত বুধবার হিট স্ট্রোকে আক্রান্ত হন শাহরুখ খান। একদিন কাটাতে হয় হাসপাতালেও। তাই ফাইনালের দিন মাঠে উপস্থিত থাকলেও কিং খানের মুখে ছিল মাস্ক। কিন্তু কেকেআর ম্যাচ জেতার পর ভক্তদের আবদার মেটাতে সেই মাস্ক খুলে মাঠের পরিক্রমা করেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে। দেখা করেন তাঁর কেকেআর পরিবারের সকলের সঙ্গে। বিশেষ করে ‘ক্যাপ্টেন’ আইয়ার আর ‘মেন্টর’ গম্ভীরের সঙ্গে। ট্রফি হাতে পাওয়ার পর বাজিগরের মুখের হাসিই জানান দিচ্ছিল তাঁর ছবির একটি বিখ্যাত সংলাপের, ”Woh sirf team nahi, duniya hai meri” (ওটা শুধু টিম নয়, আমার পৃথিবী)। আর হবে নাই না কেন! তার ‘পৃথিবী’ যে ১০ বছর পর আরও একবার আইপিএল বিজয়ী।

রইল ফাইনাল ম্যাচের কিছু বিশেষ মুহূর্তের ছবি:

রইল ফাইনাল ম্যাচের স্কোরকার্ড:

•SRH: ১১৩ (১৮.৩)           •KKR : ১১৪/২ (১০.৩)

কেকেআর ৮ উইকেটে জয়ী (৫৭ বল বাকি থাকতে)