Virat Kohli

Virat Kohli: বিরাট কোহলির আরসিবি ছাড়া নিয়ে দ্বিমত পিটারসেন এবং আক্রম

ইউ এন লাইভ নিউজ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফি জেতার অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে। আইপিএল ২০২৪-র এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ছিটকে গিয়েছে বিরাট কোহলির দল। প্রথম আট ম্যাচের মধ্যে সাত ম্যাচ হারার পর টানা ৬টি ম্যাচ জিতে অনবদ্য প্রত্যাবর্তন করে প্লে-অফে উঠেছিল আরসিবি। ভক্তেরা মনে করছিলেন, এবার ট্রফির খরা কাটবে। তবে ট্রফি ক্যাবিনেট শূন্যই রইল আরসিবির।

তবে দল প্লে-অফ থেকে ছিটকে গেলেও সর্বোচ্চ রান করে কমলা টুপি নিজের জিতে নিয়েছেন কোহলি। ১৫ ম্যাচে ১৫৪.৬৯-র স্ট্রাইক রেটে করেন ৭৪১ রান। আইপিএলের উদ্বোধনী বছর থেকে বেঙ্গালুরুতেই আছেন বিরাট। তিনটি ফাইনালে হারের সাক্ষী থেকেছেন। এবার আইপিএল জেতার জন্য কোহলিকে আরসিবি ছাড়ার পরামর্শ দিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন। এর আগে আরসিবির হয়ে বিরাটের সতীর্থ হিসেবে খেলেছেন তিনি। পিটারসেন বলেন, ”আমি এটা আগেও বলেছি, আবারও বলব। অনেক তারকা ক্রিকেটার অন্য দলে গিয়ে সাফল্য পেয়েছেন। তারওপর বিরাট আপ্রাণ চেষ্টা করেছে। ২০১৬-র পর আবারও অরেঞ্জ ক্যাপ জিতেছেন। কিন্তু আবার ওর ফ্র্যাঞ্চাইজি সাফল্য পেল না। আমি জানি ও দলের ব্র্যান্ড। তবে বিরাট কোহলির ট্রফি প্রাপ্য। ওঁর এমন দলে খেলা উচিত যেখানে ও ট্রফি পাবে।”

তবে তাঁর সঙ্গে একমত নন পাকিস্তানের পেসার ওয়াসিম আক্রম। পাকিস্তানের কিংবদন্তি মনে করেন, ”এই বিষয়ে পিটারসেনের কোনও মন্তব্য করা উচিত নয়। সিদ্ধান্ত সম্পূর্ণ কোহলির হওয়া উচিত।” আক্রম আরও বলেন, ”কেভিন আমার খুব ভাল বন্ধু। বিদেশি প্লেয়াররা ধারাভাষ্য দেয়, তাঁরা ভারতের সবকিছু নিয়ে ট্যুইট করে। তাতে আমার কোনও সমস্যা নেই। তবে এটা কোহলির জন্য ব্যক্তিগত বিষয়। ও আরসিবির হয়ে আইপিএল জিততে চায়। তাহলে দল বদলে ওর কী হবে! আমার মনে হয় এটা সম্পূর্ণরূপে ওঁর ওপর ছেড়ে দেওয়া উচিত। আমি সবকিছু নিয়ে বক্তব্য রাখতে চাই না।’

About Sukanya Chatterjee

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *